Advertisement
৩০ এপ্রিল ২০২৪

নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ক্লপ

নিই ইয়র্কের মারাত্মক ঠান্ডায় সফরের সেরা দল নামিয়েছিলেন ক্লপ। তাঁর আক্রমণ সাজান ওয়াইনালডাম ও অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেনকে দুই প্রান্তে এবং ওহিগিকে মাঝখানে রেখে। এই নিয়ে টানা তিন ম্যাচে লিভারপুল প্রথমেই গোল হজম করল।

ছবি এএফপি।

ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০৩:৩৪
Share: Save:

স্পোর্টিং লিসবন ২ • লিভারপুল ২

লিভারপুলের ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলে দিলেন, তিনি নতুন ইতিহাস লিখতে তৈরি। দাবি করলেন, চ্যাম্পিয়ন্স লিগ জয়ই তাঁর ক্লাবের মুকুটে শেষ পালক নয়। ক্লপ এ কথা বললেন, প্রাক-মরসুম যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে স্পোর্টিং লিসবনের সঙ্গে ২-২ ড্র করে। নিউ ইয়র্কে ইউরোপ চ্যাম্পিয়ন ক্লাবের হয়ে দু’টি গোল করলেন দিভক ওহিগি ও জর্জিনিয়ো ওয়াইনালডাম। পর্তুগালের ক্লাবের দুই গোলদাতা ব্রুনো ফার্নান্দেস ও ওয়েনডেল। যুক্তরাষ্ট্রে এই সফরে লিভারপুল খেলল তাদের প্রথম দলের অন্তত চার জন ফুটবলারকে ছাড়া। এই সফরে দলের পারফরম্যান্সে খুশি ক্লপ এ বার ইংল্যান্ডে তাঁদের প্রস্তুতি শুরু করবেন।

ক্লপ বললেন, ‘‘এই সপ্তাহটা আমাদের খুবই ব্যস্ততার মধ্যে কাটল। সামান্য কয়েক দিনের মধ্যে ছেলেদের তিনটি ম্যাচ খেলতে হয়েছে। হয়তো সেটা ওদের জন্য একটু বাড়াবাড়িই হয়ে গেল।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘এখন যা পরিস্থিতি তাতে আর খুব বেশি কেউ আমাকে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ের কথা বলবে না। ওখানে যা হওয়ার হয়ে গিয়েছে। চাইলে এখন আমরা ক্লাবের ইতিহাসে নতুন একটা অধ্যায় শুরু করতে পারি। আপাতত ইংল্যান্ডে ফিরতে পারছি ভেবে ভাল লাগছে। এখন ওখানেই আমাদের আসল প্রস্তুতি শুরু করতে হবে।’’

নিই ইয়র্কের মারাত্মক ঠান্ডায় সফরের সেরা দল নামিয়েছিলেন ক্লপ। তাঁর আক্রমণ সাজান ওয়াইনালডাম ও অ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেনকে দুই প্রান্তে এবং ওহিগিকে মাঝখানে রেখে। এই নিয়ে টানা তিন ম্যাচে লিভারপুল প্রথমেই গোল হজম করল। এ দিন ফার্নান্দেসের প্রথম গোল হয় লিভারপুলের গোলরক্ষক সাইমন মিগনোলেটের মারাত্মক ভুলের জন্যে। ম্যাচের বাকি সময় অবশ্য তিনি অসাধারণ কিছু সেভ করেন। ক্লপ যা নিয়ে বললেন, ‘‘ব্রুনো অসাধারণ ফুটবলার। কিন্তু যে শট থেকে প্রথম গোলটা পেল তা কিছুতেই হয় না। হয়েছে গোলরক্ষকের ভুলে। সাইমন নিজেও সেটা জানে।’’ লিভারপুল ম্যানেজারের আরও কথা, ‘‘ওই গোলটার পরে ছেলেরা দারুণ ভাবে লড়াইয়ে ফিরেছে। প্রাক-মরসুম ম্যাচ হলেও তীব্র লড়াই হয়েছে। এটাই আমি চাই। এ রকম ম্যাচ যত খেলব তত প্রস্তুতি ভাল হবে।’’

এই ম্যাচেও যথারীতি নজর কেড়েছেন ব্রুনো। গত মরসুমে সব টুর্নামেন্ট ধরে তাঁর গোলের সংখ্যা ৩২। সঙ্গে গোল করিয়েছেন ১৭টি। শোনা যাচ্ছে প্রিমিয়ার লিগের কোনও ক্লাবে এই মরসুমেই তিনি চলে যেতে পারেন। অতীতে পর্তুগালের এই ক্লাব থেকে ইংল্যান্ডে খেলতে গিয়ে বিরাট নাম করেছেন অনেকেই। এই প্রসঙ্গে সবার আগে যে নামটি আসে তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE