Advertisement
E-Paper

কোহালিতে ভরসা কপিলের

বিরাট কোহালির আইপিএলে খারাপ ফর্ম নিয়ে চিন্তায় থাকা ভক্তদের সংখ্যা কম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ফর্ম কি ফিরবেন? এই প্রশ্নে আকুল বিরাট সমর্থকদের অবশ্য ভরসার কথা শোনাচ্ছেন কপিল দেব।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ০৪:৪০
নজরে: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে ফিরবেন কোহালি? ফাইল চিত্র

নজরে: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে ফিরবেন কোহালি? ফাইল চিত্র

বিরাট কোহালির আইপিএলে খারাপ ফর্ম নিয়ে চিন্তায় থাকা ভক্তদের সংখ্যা কম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট ফর্ম কি ফিরবেন? এই প্রশ্নে আকুল বিরাট সমর্থকদের অবশ্য ভরসার কথা শোনাচ্ছেন কপিল দেব।

‘‘কোহালির ফর্ম নিয়ে চিন্তা করার কোনও কারণ দেখছি না। আমি ওর ক্ষমতা আর প্রতিভা কত সেটা জানি। ও ঘুরে দাঁড়াবে। ওর চ্যাম্পিয়ন্স লিগে রানের মধ্যে না থাকার কিছু নেই,’’ বুধবার একটি অনুষ্ঠানে বলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

কপিল আরও বলেন, ‘‘বিরাট দলের গুরুত্বপূর্ণ সদস্য। এক বার ও রান পেতে শুরু করলে গোটা দলটাই আরও উৎসাহ পাবে। ক্যাপ্টেনের রান পাওয়াটা সব সময়ই একটা দলের জন্য ভাল ব্যাপার।’’

গত বার আইপিএলে ১৬ ম্যাচে ৯৭৩ রান করা কোহালি এ বার ১০ ম্যাচে ৩০৮ রান করেছেন। সর্বোচ্চ রান ৬৪। তার দলও এ বার আইপিএল শেষ করেছে পয়েন্ট টেবলে লাস্টবয় হিসেবে। এই অবস্থায় গত বারের চ্যাম্পিয়ন ভারত চ্যাম্পিয়ন্স লিগে গোড়াতেই না মুখ থুবড়ে পড়ে সেই আশঙ্কা আছে সমর্থকদের। তার উপরে আবার চ্যাম্পিয়ন্স লিগে প্রথম টক্করই ভারতের ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে বার্মিংহামে। কপিল শুধু বিরাট নয়, ভরসা রাখছেন ভারতের বোলিং আক্রমণের উপরও। বিশেষ করে পেসার জসপ্রীত বুমরা-র উপর। ‘‘বুমরা-কে প্রথম যখন দেখি মনে হয়নি ছেলেটা এই জায়গায় উঠে আসতে পারবে। ছেলেটার মানসিক জোর প্রচণ্ড। বোলিং অ্যাকশন পরিষ্কার না থাকলেও এ রকম লাইন-লেং‌থে বল রাখাটা খুব কঠিন ব্যাপার। বুমরা-র মধ্যে সেই জোরটা আছে,’’ বলেন কপিল।

champions trophy Kapil Dev Virat Kohli Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy