Advertisement
E-Paper

বুমরার প্রশংসায় পঞ্চমুখ কপিল

বুধবার প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, তাঁকে ভুল প্রমাণিত করেছেন বুমরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৭ ০৫:০৪
চর্চায়: এখন সবচেয়ে বেশি কৌতূহল বুমরার বোলিং নিয়ে। ফাইল চিত্র

চর্চায়: এখন সবচেয়ে বেশি কৌতূহল বুমরার বোলিং নিয়ে। ফাইল চিত্র

আন্তর্জাতিক ক্রিকেটে যশপ্রীত বুমরা-র ভবিষ্যৎ নিয়ে সংশয় ছিল তাঁর। অথচ সেই কপিল দেবই এখন উচ্ছ্বসিত ভারতীয় পেসারকে নিয়ে।

বুধবার প্রথম বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছেন, তাঁকে ভুল প্রমাণিত করেছেন বুমরা। কপিলের মতে, বুমরা অসাধারণ বোলার। শুধু তাঁর নয়, সকলের ধারণাকেই ভুল প্রমাণিত করেছেন গুজরাতের এই পেসার। কপিল বলেছেন, ‘‘বুমরা অসাধারণ। বুমরাকে আমি প্রথমে দেখে ভেবেছিলাম, এই রকম অ্যাকশনে কী করে কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারে? কিন্তু ও আমাদের সবার চিন্তাধারা বদলে দিয়েছে। প্রমাণ করেছে, ব্যতিক্রমী অ্যাকশনের বোলারাও আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে পারে।’’

শুধু বুমরাই নয়, কপিল প্রশংসা করছেন অধিনায়ক বিরাট কোহালিরও। এই মুহূর্তে ভারতীয় দল যে ফিটনেসের দিক থেকেও বিশ্বের অন্যতম সেরা, তা নিয়ে কোনও সন্দেহই নেই হরিয়ানা হারিকেনের। এই বিষয়ে তিনি বলেন, ‘‘প্রত্যেক অধিনায়কেরই তাঁর দল নিয়ে নিজস্ব চিন্তাধারা থাকে। তবে এই অধিনায়ক (বিরাট) দলে ফিটনেসের সংস্কৃতি ছড়িয়ে দিয়েছে যা আমি সম্মান করি।’’ তিনি আরও বলেন, ‘‘হতে পারে তুমি প্রতিভাবান কিন্তু, যদি ক্যাচ না ধরতে পারো অথবা ঝাঁপিয়ে অতিরিক্ত রান না আটকাতে পারো তা হলে কোনও লাভ নেই। একজন ক্রিকেটারের ন্যূনতম ফিটনেস থাকা দরকার। ইয়ো-ইয়ো টেস্ট এমন কিছু নয় যা একজন খেলোয়াড় পাশ করতে পারবে না। আমি নিজেও ফিট ছিলাম এবং এই বিষয়ে আমি বিরাটকে পুরোপুরি সমর্থন করি।’’

কয়েক দিন আগেই ভারতীয় দলের নির্ভরযোগ্য অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্যকে তুলনা করা হয়েছে কপিল দেবের সঙ্গে। দলে তাঁর কোনও নির্দিষ্ট ব্যাটিং অর্ডার নেই। যদিও এই ব্যাপারে কোনও বক্তব্য নেই তাঁর। তিনি বলেছেন, ‘‘টিম ম্যানেজমেন্ট যা ভাল বুঝবে, তা করবে। বাইরে বসে সবাই বক্তব্য রাখতে পারে। আমরা সবাই চাই হার্দিক আরও উন্নতি করুক। দল ওকে ভাল বোঝে বলেই বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করছে।’’

সম্প্রতি আইসিসির নিয়মে বেশ কিছু পরিবর্তন হয়েছে। তা নিয়ে ইতিবাচক স্বয়ং কপিল। তিনি বলছেন, ‘‘খেলার উন্নতির কথা মাথায় রেখেই নিয়মের পরিবর্তন করা হয়। বদল অত্যন্ত প্রয়োজনীয় এবং নিয়মের পরিবর্তনও দরকার। তবে সময়ের সঙ্গেই বোঝা যাবে বদলটা কতটা কার্যকরী।’’

Jasprit Bumrah kapil Dev Cricket যশপ্রীত বুমরা বিরাট কোহালি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy