প্রথম একাদশে বার বার পরিবর্তন, ফর্মে থাকা ক্রিকেটারকে বাইরে রেখে টেস্ট ম্যাচের দলগঠনে বিরক্ত দেশের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
বেসিন রিজার্ভের প্রথম টেস্ট ম্যাচে ভারত হারার পরেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক। বিস্মিত কপিল বলছেন, ‘‘দলে কেন এত পরিবর্তন? দল এমনভাবে তৈরি করা হোক, যাতে ক্রিকেটাররা আত্মবিশ্বাস পায়। একাধিক পরিবর্তনের কোনও অর্থই নেই। টিম ম্যানেজমেন্ট ফরম্যাট ভিত্তিক ক্রিকেটারদের দলে নেওয়ার পক্ষপাতী। লোকেশ রাহুল দারুণ ফর্মে ছিল। কিন্তু টেস্ট সিরিজে ওকে বাইরে রেখেই দল তৈরি হচ্ছে। কোনও ক্রিকেটার যখন ফর্মে রয়েছে, তখন তো তাকে খেলানোই উচিত।’’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে এসেছেন লোকেশ রাহুল। রঞ্জি ট্রফির সেমিফাইনালে নামার জন্য প্রস্ততি নিচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে রাহুল ২২৪ রান করেন।