Advertisement
E-Paper

কোয়ার্টারে মারের সামনে নিশিকোরি

টুর্নামেন্টের গোড়ার দিকে বিশ্বের এক নম্বর যে ভাবে হোঁচট খাচ্ছিলেন প্রি-কোয়ার্টারের ম্যাচে সোমবার তাঁর ছিটেফোঁটাও পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০৪:৫০

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠতে সোমবার অ্যান্ডি মারের লাগল ঠিক দু’ঘণ্টা।

টুর্নামেন্টের গোড়ার দিকে বিশ্বের এক নম্বর যে ভাবে হোঁচট খাচ্ছিলেন প্রি-কোয়ার্টারের ম্যাচে সোমবার তাঁর ছিটেফোঁটাও পাওয়া যায়নি। বরং বিশ্বের ৫৩ নম্বর ক্যারেন কাশানভের বিরুদ্ধে দাপুটে অ্যান্ডি মারেকে দেখা গেল আবার। রুশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যিনি জিতলেন স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৬-৪।

২০১০-এ টমাস বার্ডিচের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে রোলঁ গ্যারোজে চতুর্থ রাউন্ডে কখনও হারেননি মারে। সেই রেকর্ডটা তো ধরে রাখলেনই, সঙ্গে তাঁর শেষ আটের প্রতিদ্বন্দ্বী জাপানের কেই নিশিকোরিকেও যেন ফর্মে ফেরার বার্তা দিয়ে রাখলেন সোমবার ব্রিটিশ চ্যাম্পিয়ন ট্যুর পর্যায়ে ৬৫০ নম্বর জয়ে। নিশিকোরি কোয়ার্টার ফাইনালে ওঠেন ০-৬, ৬-৪, ৬-৪, ৬-০ স্পেনের ফের্নান্দো ভার্দাস্কোকে হারিয়ে।

মারের প্রতিপক্ষ ২১ বছর বয়সি কাশানভ একটা রেকর্ড গড়ে প্রি-কোয়ার্টারের লড়াইয়ে নেমেছিলেন। ২০০৯ এর পরে কনিষ্ঠতম খেলোয়া়ড় হিসেবে রোলঁ গ্যারোজের শেষ ষোলোয় ওঠার। অনেকেই আশায় ছিলেন ফরাসি ওপেনে অভিষেকেই কোয়ার্টার ফাইনালে ওঠার বিরল রেকর্ডটাও হয়তো করে ফেলবেন সোমবার কাশানভ। ২০০৫-এ রাফায়েল নাদালের পরে যা আর কেউ করে দেখাতে পারেননি। টুর্নামেন্টে এর আগে টমাস বার্ডিচ আর ২১তম বাছাই জন ইসনারকে হারিয়ে সেই সম্ভাবনাও জিইয়ে রেখেছিলেন রুশ খেলোয়াড়। কিন্তু মারের সামনে তিনি দাঁড়াতেই পারেননি।

জয়ের পরে মারে ইংল্যান্ডে সন্ত্রাসহানায় ক্ষতিগ্রস্ত মানুষদের সমবেদনা জানান। ‘‘ভয়ঙ্কর ঘটনা ঘটল লন্ডন আর ম্যাঞ্চেস্টারে। আমি নিশ্চিত সবাই এই ঘটনায় আমার মতোই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন। এই সমস্যায় এখন গোটা বিশ্ব আক্রান্ত। এর পরেও এত মানুষ যে আমাদের সমর্থন জানাতে আসছেন সেটা প্রশংসার,’’ বলছেন মারে।

শেষ আটে উঠেছেন তৃতীয় বাছাই স্ট্যানিসলাস ওয়ারিঙ্কাও। রজার ফেডেরারের সতীর্থ সোমবার ৭-৫, ৭-৬, ৬-২ হারান গেইল মঁফিসকে। তাঁর শেষ আটের প্রতিদ্বন্দ্বী সপ্তম বাছাই মারিন সিলিচ। কেভিন অ্যান্ডারসনের বিরুদ্ধে সোমবার তিনি ৬-৩, ৩-০ এগিয়ে থাকার পরে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ম্যাচ ছেড়ে দেন।

মেয়েদের সিঙ্গলসে সোমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলেন সহজ জয়ে রোমানিয়ার সিমোনা হালেপ। টুর্নামেন্টের তৃতীয় বাছাইকে এ বার ট্রফি জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে কেন সেটা দেখিয়ে দেন ফিলিপ শঁতিয়ের কোর্টে সোমবার। স্পেনের ২১তম বাছাই কার্লা সুয়ারেজ নাভারোকে তিনি উড়িয়ে দেন ৬-১, ৬-১। পাশাপাশি শেষ আটে উঠেছেন প়ঞ্চম বাছাই এলিনা সোয়াইতোলিনাও। তিনি অবাছাই ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচকে ৪-৬, ৬-৩, ৭-৫ হারান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইউক্রেনের তারকাকে খেলতে হবে সিমোনা হালেপের বিরুদ্ধে।

Andy Murray অ্যান্ডি মারে Kei Nishikori ফরাসি ওপেন French Open Quarter final Tennis
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy