Advertisement
০৮ মে ২০২৪

ক্রিকেট এ রকমই তো হবে, বললেন গর্বিত কোহালি

গুয়াহাটিতে ১৪০ রানের পরে বুধবার বিশাখাপত্তনমেও তিনি ১৫৭ করেন। এর আগে রাজকোট টেস্টেও সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ১১ ইনিংসে হাজার রান করে দশ হাজারে পৌঁছনোয় ক্রিকেট বিশ্ব তাঁকে নিয়ে ধন্য ধন্য করলেও ভারত অধিনায়ক সমানে বলে গেলেন দলের খেলা নিয়ে, বুধবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করা নিয়ে।

উচ্ছ্বাস: কুলদীপের আরও এক শিকার। অধিনায়কও উৎফুল্ল। পিটিআই

উচ্ছ্বাস: কুলদীপের আরও এক শিকার। অধিনায়কও উৎফুল্ল। পিটিআই

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৮ ০৪:০৪
Share: Save:

ওয়ান ডে-তে দশ হাজার রানের মাইলফলক ছোঁয়াটা যে তাঁর কাছে গর্বের, তা স্বীকার করলেও এই কীর্তি নিয়ে বেশি আলোচনা করতে চান না ভারত অধিনায়ক বিরাট কোহালি। বুধবার বিশাখাপত্তনমে ১৫৭ রানের ইনিংস খেলার পরে ম্যাচের পুরস্কার নিতে উঠে শুধু বললেন, ‘‘ব্যাক্তিগত ভাবে নিজের ইনিংস ও মাইলফলক নিয়ে আমি গর্বিত।’’

গুয়াহাটিতে ১৪০ রানের পরে বুধবার বিশাখাপত্তনমেও তিনি ১৫৭ করেন। এর আগে রাজকোট টেস্টেও সেঞ্চুরি করেছেন তিনি। মাত্র ১১ ইনিংসে হাজার রান করে দশ হাজারে পৌঁছনোয় ক্রিকেট বিশ্ব তাঁকে নিয়ে ধন্য ধন্য করলেও ভারত অধিনায়ক সমানে বলে গেলেন দলের খেলা নিয়ে, বুধবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করা নিয়ে। বলেন, ‘‘দারুণ লড়াই। ক্রিকেট এ রকমই হওয়া উচিত। ভর্তি গ্যালারি। আমরা এবং ওয়েস্ট ইন্ডিজও দুর্দান্ত ক্রিকেট খেলেছে। দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পরেও ওদের দু’জন (শেই হোপ ও শমরন হেটমায়ার) যে পার্টনারশিপটা খেলল, তা প্রশংসা করার মতো। এই ফলটা ওদের প্রাপ্যই ছিল।’’

বুধবার ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উইকেটের চরিত্র যে অনেকটাই পাল্টে গিয়েছিল, তা জানিয়ে বিরাট বলেন, ‘‘প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে উইকেট অনেকটাই বদলে যায়, আমরা ২৭৫-২৮০ তোলার কথা ভেবেছিলাম। শেষ দিকে আমি ৩০-৪০ রান অতিরিক্ত তুলি। নিজেরাই নিজেদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম বলা চলে। তবে সৌভাগ্যবশত, আমরা ম্যাচটা ড্র রাখতে পেরেছি। এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগবে।’’

প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে বিরাটের কোনও আফসোস নেই। বলেন, ‘‘এটা আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। এখানে যা গরম আর আর্দ্রতা, তাতে দলের সবাই আগে ব্যাট করার পক্ষে ছিল। মনে হচ্ছে, বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে আমাদের হয়তো আগেই ব্যাট করতে হবে। যে কোনও পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে হবে আমাদের।’’

সিরিজের শুরুতে যাঁর ওপর আস্থা রাখার কথা বলেছিলেন বিরাট, সেই অম্বাতি রায়ডু এ দিন ৮০ বলে ৭৩ রান করার পরে তাঁর প্রশংসা করেন অধিনায়ক। বলেন, ‘‘রায়ডু আজ পেশাদার মানসিকতা দেখিয়েছে। সে দিন সাংবাদিক বৈঠকে বলেছিলাম, ব্যাটিং অর্ডারে চার নম্বরে পাকাপাকি ভাবে ওকেই দেখতে চাই আমরা। ও পরিস্থিতি খুব ভাল বুঝতে পারে। স্পিন ও পেস, দুটোই ভাল খেলতে পারে। খুব স্মার্ট ক্রিকেটার। ভাল ফর্মে ও ছন্দেও রয়েছে।’’

বিরাট ও রায়ডু, দু’জনে মিলে এ দিন ১৩৯ রানের পার্টনারশিপ গড়েন। অন্য দিকে, হোপ ও হেটমায়ারের জুটিও ১৪৩ রান যোগ করেন স্কোরে। দু’জনেরই প্রশংসা করে বিরাট বলেন, ‘‘শেই হোপকে কয়েক মাস ধরেই লক্ষ্য করে আসছি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওরা যখন চতুর্থ ইনিংসে রান তাড়া করে জিতেছিল, তখন ও দুর্দান্ত ব্যাটিং করেছিল। হেটমায়ারকেও কৃতিত্ব দিতেই হবে। ওদের স্ট্রোকপ্লে-র প্রশংসা করতেই হবে। সেঞ্চুরির জন্য শেই-কে অভিনন্দন।’’

অন্য দিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারও বিরাটকে দশ হাজার রান পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। পরপর দুই ম্যাচে তাঁর দলের ব্যাটসম্যানরা তিনশোর ওপর রান তোলায় খুশি হোল্ডার বলেন, ‘‘এটা আমাদের পক্ষে ভাল খবর। আশা করি আমাদের ব্যাটসম্যানরা এই ছন্দ ধরে

রাখতে পারবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket ODI West Indies Virat Kohli India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE