Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ATK Mohun Bagan

Durand Cup: ইস্টবেঙ্গল-মোহনবাগান নেই, রবিবার ডুরান্ড ফাইনালে মহমেডানের জন্য গলা ফাটাবে কলকাতা

রবিবার ডুরান্ড ফাইনালের দিনে মার্কাস জোসেফদের পাশাপাশি খেল নামবেন অইন মর্গ্যানরাও। তবুও বাঙালি মেতে রয়েছে ফুটবলেই।

টিকিটের হাহাকার মহমেডান মাঠে

টিকিটের হাহাকার মহমেডান মাঠে নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২১ ১৯:২৫
Share: Save:

কলকাতা ফুটবলে ফের চেনা দৃশ্য। করোনার কারণে গত মরসুমে কলকাতা লিগ, ডুরান্ড কাপ হয়নি। আই লিগ কলকাতায় হলেও দর্শকদের ঢোকার অনুমতি ছিল না। এ মরসুমে খেলা চালু হলেও ডুরান্ড কাপে এসসি ইস্টবেঙ্গল বা এটিকে মোহনবাগানের কেউই খেলছে না। তবে দুই প্রধানের বাইরে তৃতীয় শক্তি মহমেডানকে ঘিরে দর্শকদের উন্মাদনা ফের চোখে পড়ছে। শুক্রবার ময়দানের সাদা-কালো তাঁবুতে সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রবিবার ডুরান্ড ফাইনালের আগে টিকিটের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছেন মহমেডান কর্তারা।

আইপিএল চলছে। রবিবার ডুরান্ড ফাইনালের দিনে দুপুরে বিরাট কোহলীরা খেলবেন। রাতে নামবেন অইন মর্গ্যানরা। তবুও বাঙালি মেতে রয়েছে ফুটবলেই। যুবভারতীতে খেলা দেখার অনুমতি পেয়েই ছুটে আসছেন প্রচুর মানুষ। সেমিফাইনালে ২৫ হাজার দর্শক এসেছিলেন মহমেডানের খেলা দেখতে। এ বার ফাইনালে মহমেডান বনাম এফসি গোয়া ম্যাচ দেখতে আসবেন প্রায় ৩৪ হাজার দর্শক। সেনা কর্তারাও এমনটাই অনুমান করছেন।

শুধু মহমেডান নয়, দলে দলে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরাও ভিড় করছেন যুবভারতীতে। গত বারের মতো এ বারেও আইএসএল হচ্ছে গোয়াতে। সমর্থকদের ঢোকার অনুমতি নেই। তাই প্রিয় দলের খেলা সামনে থেকে দেখতে না পেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন দুই প্রধানের সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ATK Mohun Bagan SC East Bengal Durand Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE