Advertisement
১৯ এপ্রিল ২০২৪
রিয়াল মাদ্রিদ

ড্র করে চাপে রিয়াল, সুয়ারেসের গোলে শীর্ষেই অ্যাটলেটিকো

দুটি ম্যাচ কম খেলায় বাড়তি সুবিধা অ্যাটলেটিকোর কাছেই।

গোল না পেয়ে হতাশ বেঞ্জেমা। ছবি রয়টার্স

গোল না পেয়ে হতাশ বেঞ্জেমা। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০ ১৩:২৯
Share: Save:

এলচে-র বিরুদ্ধে বুধবার রাতে ড্র করে লা লিগায় বিপদে পড়ল রিয়াল মাদ্রিদ। প্রথম স্থানে থাকা প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তাঁদের ব্যবধান বাড়ল দু’পয়েন্টের। শুধু তাই নয়, দুটি ম্যাচ কম খেলায় বাড়তি সুবিধা অ্যাটলেটিকোর কাছেই।

মার্কো আসেনসিয়োর দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসার পর ফিরতি বলে গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন লুকা মদরিচ। কিন্তু দিতীয়ার্ধে দানি কারভাজালের ভুলে সমতা ফেরায় এলচে।

বক্সের মধ্যে কারভাজাল ফাউল করেছিলেন আন্তোনিয়ো বারাগানকে। পেনাল্টি থেকে গোল করেন ফিদেল। কিছুক্ষণ পরেই টনি খোসের পাস ধরে গোলে দুরন্ত শট নিয়েছিলেন তিনি। তবে এলচে গোলকিপার এদগার বাদিয়া তা অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দেন।

আরও খবর: পার্টির সঙ্গে যোগাযোগের খবর উড়িয়ে দিলেন নেমার

আরও খবর: সিরিজ থেকেই ছিটকে গেলেন উমেশ, চিন্তায় ভারতীয় দল

তার আগেই অবশ্য খেতাফেকে হারিয়ে বছর শেষে লা লিগার শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছিল অ্যাটলেটিকো। ম্যাচের একমাত্র গোলটি করেন লুই সুয়ারেস। কোচ হিসেবে ৫০০ তম ম্যাচে জয় পেলেন দিয়েগো সিমিয়োনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Real Madrid Atletico Madrid La liga luis suarez
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE