Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Laxmi Ratan Shukla

Laxmi Ratan Shukla: এ বার অন্য খেলাতেও নামলেন লক্ষ্মীরতন শুক্লা

ক্রিকেট ছেড়েছেন বহু দিন। এ বার অন্য খেলার ব্যাপারেও উদ্যোগী লক্ষ্মী।

ঝাড়গ্রামের ভলিবল খেলোয়াড়দের সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল।

ঝাড়গ্রামের ভলিবল খেলোয়াড়দের সঙ্গে লক্ষ্মীরতন শুক্ল। ছবি: ফেসবুক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ২৩:২০
Share: Save:

ক্রিকেট ছেড়েছেন বেশ কিছু দিন। এখন তিনি বাংলার একটি বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ। কিন্তু শুধু ক্রিকেট নিয়েই পড়ে নেই লক্ষ্মীরতন শুক্ল। এগিয়ে এলেন অন্য খেলার জগতেও।

বাংলার ভলিবলের উন্নতিতে উদ্যোগী হলেন লক্ষ্মী। ঝাড়গ্রামের একগুচ্ছ খুদে ভলিবল খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন বাংলার এই প্রাক্তন অধিনায়ক। আর্থিক ভাবে সাহায্য করবেন তিনি।

ঝাড়গ্রামে লক্ষ্মীর একটি ক্রিকেট আকাদেমি রয়েছে। সেখান থেকেই এই ভলিবল খেলোয়াড়দের সাহায্য করা হবে। তাদের খাওয়া, ছেলে ও মেয়েদের আলাদা শৌচাগার এবং সাজঘরের ব্যবস্থা করা হবে।

লক্ষ্মী জানিয়েছেন, ‘‘ঝাড়গ্রামের এই প্রতিভাবান, চনমনে এবং প্রতিশ্রুতিমান ভলিবল খেলোয়াড়দের নিয়ে অসাধারণ যাত্রাটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।’’

ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরে লক্ষ্মী রাজনীতিতে আসেন। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও হন। কিন্তু গত লোকসভা নির্বাচনের আগে তিনি হঠাৎই পদত্যাগ করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxmi Ratan Shukla Volleyball Jhargram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE