ক্রিকেট ছেড়েছেন বেশ কিছু দিন। এখন তিনি বাংলার একটি বয়সভিত্তিক ক্রিকেট দলের কোচ। কিন্তু শুধু ক্রিকেট নিয়েই পড়ে নেই লক্ষ্মীরতন শুক্ল। এগিয়ে এলেন অন্য খেলার জগতেও।
বাংলার ভলিবলের উন্নতিতে উদ্যোগী হলেন লক্ষ্মী। ঝাড়গ্রামের একগুচ্ছ খুদে ভলিবল খেলোয়াড়ের পাশে দাঁড়ালেন বাংলার এই প্রাক্তন অধিনায়ক। আর্থিক ভাবে সাহায্য করবেন তিনি।
ঝাড়গ্রামে লক্ষ্মীর একটি ক্রিকেট আকাদেমি রয়েছে। সেখান থেকেই এই ভলিবল খেলোয়াড়দের সাহায্য করা হবে। তাদের খাওয়া, ছেলে ও মেয়েদের আলাদা শৌচাগার এবং সাজঘরের ব্যবস্থা করা হবে।