Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বোপান্না চাইছেন না, অলিম্পিকের স্বপ্ন শেষ লিয়েন্ডারের

টানা ছ’বার তিনি ছিলেন টেনিসে অলিম্পিকে ভারতের অন্যতম প্রতিনিধি। অলিম্পিক থেকে পদকও এনেছেন তিনি। কিন্তু সপ্তমবারের জন্য অলিম্পিকে যাওয়া হচ্ছে না ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা লিয়েন্ডার পেজের। সৌজন্যে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ১৯:৪৭
Share: Save:

টানা ছ’বার তিনি ছিলেন টেনিসে অলিম্পিকে ভারতের অন্যতম প্রতিনিধি। অলিম্পিক থেকে পদকও এনেছেন তিনি। কিন্তু সপ্তমবারের জন্য অলিম্পিকে যাওয়া হচ্ছে না ভারতের সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা লিয়েন্ডার পেজের। সৌজন্যে সানিয়া মির্জা এবং রোহন বোপান্না।

বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে সানিয়া ঘুরিয়ে জানিয়েছিলেন, পার্টনার হিসাবে লিয়েন্ডারের চেয়ে বোপান্না বা সনমই তাঁর বেশি পছন্দের। এর পর ডাবলসে বোপান্নাই ছিল লিয়েন্ডারের অলিম্পিকে টিকিট পাওয়ার শেষ উপায়। সেই আশাও এ বার প্রায় শেষ। সূত্রের খবর, টেনিস অ্যাসোসিয়েশনের কাছে চিঠি লিখে বোপান্না বলেছেন, অলিম্পিকে পার্টনার হিসাবে তাঁর প্রথম পছন্দ সাকেত মিনানি। শনিবার বৈঠকে বসবে অ্যাসোসিয়েশন। সেখানেই স্থির হবে চিরসবুজ লিয়েন্ডারের ভাগ্য। তবে যা অবস্থা, তাতে লিয়েন্ডারের অলিম্পিকে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leander Paes Rio Olympics Rohan Bopanna AITA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE