Advertisement
০৬ মে ২০২৪

ডিসেম্বরে কলকাতায় হয়তো লি-হেশ

জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমির আয়োজনে এই প্রতিযোগিতায় এ বার মুখ্য আকর্ষণ লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মণের মতো টেনিস তারকাদের উপস্থিতি। তিন জনকেই মেন্টর হিসেবে দেখা যাবে এই প্রতিযোগিতায়।

ঘোষণা: সাংবাদিক বৈঠকে জয়দীপ মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

ঘোষণা: সাংবাদিক বৈঠকে জয়দীপ মুখোপাধ্যায়। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০৩:৩৪
Share: Save:

ফেব্রুয়ারিতে ডেভিস কাপের আসর বসার মাস দেড়েক আগে আর এক টেনিস-উৎসবে মাতছে কলকাতা। ১৩-১৬ ডিসেম্বর প্রেমজিৎ লাল আমন্ত্রণী টেনিস প্রতিযোগিতায়।

জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমির আয়োজনে এই প্রতিযোগিতায় এ বার মুখ্য আকর্ষণ লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মণের মতো টেনিস তারকাদের উপস্থিতি। তিন জনকেই মেন্টর হিসেবে দেখা যাবে এই প্রতিযোগিতায়। সঙ্গে থাকছে সেলিব্রিটি টেনিসও। সেখানে কী লিয়েন্ডার-মহেশকে ফের ডাবলসে নেমে পড়তে দেখা যেতে পারে? যে জুটি এক সময় শাসন করেছে বিশ্বের ডাবলস সার্কিট? শুক্রবার সাংবাদিক বৈঠকে জয়দীপ বলছিলেন, ‘‘যদি দু’জন সে দিন হাজির থাকে, আমরা অনুরোধ করতে পারি, দেখা যাক তার পরে কী হয়!’’

মহেশ ইতিমধ্যেই এই উপলক্ষে কলকাতায় আসার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। লিয়েন্ডার এখন দেশের বাইরে। সবকিছু ঠিকঠাক থাকলে তাঁকেও দেখা যাবে এই প্রতিযোগিতায়। দেশের নামী টেনিস খেলোয়াড় ও ডেভিস কাপারদের মধ্যে এই প্রতিযোগিতায় লড়বেন জীবন নেদুচেজিয়ান (ডাবলস র‌্যাঙ্কিং ৭৫), পূরব রাজা (ডাবলস র‌্যাঙ্কিং ৯২), বিষ্ণু বর্ধন (ডাবলস র‌্যাঙ্কিং ১২৪), সাকেত মিনেনিদের (ডাবলস র‌্যাঙ্কিং ২০৬)। প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য সাড়ে ন’লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE