Advertisement
১৯ মে ২০২৪

লি বনাম বাগদাতিস

এখনও পর্যন্তে চারটে টুর্নামেন্টে লিপস্কির সঙ্গে খেলেছেন পেজ। গত সপ্তাহে জেনিভা ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন পেজ-লিপস্কি। টালাহাসি চ্যালেঞ্জারে চ্যাম্পিয়ন হয় এই জুটি। বোর্ডো ওপেনের শেষ চারে পৌঁছন পেজ-লিপস্কি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ০৪:৫৬
Share: Save:

রোলঁ গ্যারোজেও স্কট লিপস্কি-র সঙ্গে ডাবলসে জুটি বাঁধতে চলেছেন লিয়েন্ডার পেজ।

ফরাসি ওপেনের ডাবলসে প্রথম রাউন্ড ড্রয়ের পরে আবার দেখা যাচ্ছে মার্কোস বাগদাতিস ও জাইলস মুলারের বিরুদ্ধে নামবেন পেজ-লিপস্কি। জিততে পারলে দ্বিতীয় রাউন্ডে হয়তো হেনরি কন্তিনেন ও জন পিয়ার্সের বিরুদ্ধে খেলতে হতে পারে পেজদের।

এখনও পর্যন্তে চারটে টুর্নামেন্টে লিপস্কির সঙ্গে খেলেছেন পেজ। গত সপ্তাহে জেনিভা ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন পেজ-লিপস্কি। টালাহাসি চ্যালেঞ্জারে চ্যাম্পিয়ন হয় এই জুটি। বোর্ডো ওপেনের শেষ চারে পৌঁছন পেজ-লিপস্কি।

ডাবলসে আর এক ভারতীয় জুটি দ্বিবীজ শরণ ও পূরব রাজার সামনে নিকোলাস আলমাগ্রো ও স্টিভ জনসন। ‘‘আমরা ওদের বিরুদ্ধে আগে কোনওদিন খেলিনি। আমি আর পূরব শেষ চার দিন প্যারিসে ট্রেনিং করছি। পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি। আমরা ভাল খেলছি,’’ বলছেন দ্বিবীজ।

আরও পড়ুন: কোপা দেল রে জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার

মরসুম শুরুতে দুর্দান্ত সমস্ত পারফরম্যান্স উপহার দেন দ্বিবীজ-পূরব জুটি। চেন্নাই ওপেনের ফাইনালে ওঠা ছাড়াও এটিপি ট্যুরে বাকি দুটো ইভেন্টের সেমিফাইনালে ওঠে এই জুটি।

বুধবার মেয়েদের ডাবলসে গ্যাভ্রিলোভা-পাভলিউচেঙ্কার বিরুদ্ধে নামবেন সানিয়া মির্জা ও ইয়োরোস্লাভা শেদোভা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE