Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Champions League

মেসির এই রেকর্ডই চাপে রাখছে ম্যান ইউকে

চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখিয়েছে ম্যান ইউও। প্যারিস সাঁ জাঁর বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ০-২ গোলে হেরেছিল ম্যাঞ্চেস্টার। ফিরতি ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে তারা।

মেসির রেকর্ডই চিন্তায় রাখছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ছবি: রয়টার্স।

মেসির রেকর্ডই চিন্তায় রাখছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৯ ১৭:১৭
Share: Save:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ১১ এপ্রিল বার্সেলোনার সামনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দু’ ক্লাবের ফিরতি সাক্ষাত ১৭ এপ্রিল। শেষ আটের বল গড়ানোর আগে ম্যান ইউ ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন লিয়োনেল মেসি।

থুড়ি, বলা ভাল ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে আর্জেন্তাইন মহাতারকার গোল করার ক্ষমতা চিন্তায় রেখেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে মেসি এখনও পর্যন্ত ২২টি গোল করেছেন। এত সংখ্যক গোল কেউই করেননি।

খেলার কুইজ

আর্সেনালের বিরুদ্ধে মেসির গোলের সংখ্যা ৯। ৬ বার ম্যাঞ্চেস্টার সিটির জাল কাঁপিয়েছেন বার্সার ১০ নম্বর জার্সিধারী। চেলসির গোলে ৩ বার বল ঢুকিয়েছেন আর্জেন্তাইন তারকা। ম্যান ইউ ও টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ২টো করে গোল রয়েছে মেসির। কোয়ার্টার ফাইনালে মেসি-ম্যাজিকের অপেক্ষায় সবাই।

আরও পড়ুন: ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

এ বারের চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখিয়েছে ম্যান ইউও। প্যারিস সাঁ জাঁর বিরুদ্ধে প্রথম সাক্ষাতে ০-২ গোলে হেরেছিল ম্যাঞ্চেস্টার। ফিরতি ম্যাচে দারুণ ভাবে ফিরে আসে তারা। ফরাসি ক্লাবের মাঠে গিয়ে ৩-১ গোলে ম্যাচ জেতেন লুকাকুরা। সেই সঙ্গে ইতিহাস তৈরি করে কোয়ার্টার ফাইনালে পৌঁছয় ম্যাঞ্চেস্টার।

বার্সেলোনা আবার লিয়ঁকে ৫-১ উড়িয়ে দিয়ে শেষ আটের যোগ্যতা অর্জন করেছে। দুটো গোল করার পাশাপাশি গোলও করান মেসি। দারুণ ছন্দে রয়েছেন তিনি। বার্সা-ম্যান ইউ ম্যাচের বল এখনও গড়ায়নি। খেলার ফলাফল আগে থেকে ভবিষ্যদ্বাণী করা যায় না। কিন্তু, ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে মেসির গোল করার দক্ষতার জন্যই বিশেষজ্ঞরা মনে করছেন পাল্লা ভারী বার্সার দিকেই।

(চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE