Advertisement
০৮ মে ২০২৪
Lionel Messi

Lionel Messi: বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে পেলেকে টপকে নতুন রেকর্ড মেসির

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি।

লিয়োনেল মেসি

লিয়োনেল মেসি ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫০
Share: Save:

বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে নতুন রেকর্ড গড়লেন লিয়োনেল মেসি। লাতিন আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় পেলেকে পেছনে ফেলে দিলেন তিনি। পেলে ৯২ টি ম্যাচ খেলে ৭৭টি গোল করেছিলেন। আর মেসি ১৫৩ টি ম্যাচে টপকালেন কিংবদন্তী ব্রাজিলিয়ানকে। ৭৯ টি গোল করে ফেললেন মেসি।

স্তাদিও মনুমেন্তালে শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন মেসি। প্রায় ২০ গজ দূর থেকে শট করে গোল করেন। ৬৪ মিনিটে সতীর্থ লাওতারা মার্টিনেজের সঙ্গে অয়ান-টু খেলে দ্বিতীয় গোল কএন মেসি। এই গোলের পরই পেলেকে টপকে গিয়েছিলেন তিনি। ৮৮ মিনিটে ফের গোল মেসির। দুই ডিফেন্ডারকে কাটিয়ে জোরাল শটে গোল করেন মেসি।

পিএসজি-র হয়ে একটি ম্যাচে কিছুটা সময়ের জন্য মাঠে নেমেছিলেন মেসি। সে ভাবে এখন ও খেলার সুযোগ না পেলেও তিনি যে দারুণ ছন্দে রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিলেন ছ’বারের ব্যালন ডি অর জয়ই এই ফুটবলার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Argentina Football pele
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE