Advertisement
০৩ মে ২০২৪

ইপিএলে ড্র করে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করল লিভারপুল

ওয়েস্ট হ্যাম ম্যানেজার মানুয়েল পেলেগ্রিনি বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপকে আক্রমণ করে বলেন, ‘‘ও অফসাইড গোলে জিততে অভ্যস্ত।’’

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ ড্র লিভারপুলের। ছবি: এএফপি।

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ ড্র লিভারপুলের। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন 
কলকাতা শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৪৮
Share: Save:

ওয়েস্ট হ্যাম ১ • লিভারপুল ১

নাটকীয় মোড় নিচ্ছে প্রিমিয়ার লিগ। শীর্ষে থাকা লিভারপুল সোমবার পয়েন্ট নষ্ট করল ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে ১-১ ড্র করে। পরের ম্যাচ বোর্নমুথের বিরুদ্ধে শনিবার।

ওয়েস্ট হ্যাম ম্যানেজার মানুয়েল পেলেগ্রিনি বিস্ফোরক সাংবাদিক সম্মেলনে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপকে আক্রমণ করে বলেন, ‘‘ও অফসাইড গোলে জিততে অভ্যস্ত।’’ ২২ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন সাদিয়ো মানে। ২৮ মিনিটে ১-১ করেন মিশায়েল আন্তোনিয়ো।

মানের গোল নিয়েই বিতর্ক। পেলেগ্রিনির দাবি, অফসাইডে থেকে জেমস মিলনার গোলের পাস বাড়ান। তাঁর মন্তব্য, ‘‘মালাগার কোচ থাকার সময় আমাদের বিরুদ্ধে ক্লপের ডর্টমুন্ড গোল করেছিল সাত মিটার অফসাইডে। আজ এক মিটার অফসাইডে গোল হল।’’ ক্লপও মানছেন, রেফারি ভুল করেছেন, ‘‘বুঝিনি গোলটা অফসাইড। রেফারিও হয়তো বোঝেননি। মানুষ মাত্রে ভুল হয়। তবে ভুল হলে লক্ষ্য থাকা উচিত তার পুনরাবৃত্তি না করা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Liverpool West Ham United EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE