মহেন্দ্র সিংহ ধোনি এবার একেবারে নতুন চেহারায়। হেয়ার ড্রেসার আলিম হাকিমের হাতের জাদুতে নতুন ভাবে ধরা দিলেন মাহি। ফক্স হক কাটের পাশাপাশি দাড়িতেও নতুন শৈলী নিয়ে এসেছেন ধোনি।
কিছুদিন আগেই ভারতের জাতীয় দলের জার্সি গায়ে এক বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা গিয়েছিল ধোনিকে। সেই শুটিংয়ে ফারহা খানের সঙ্গে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ককে। বলিউডের পরিচালক ফারহা এরপর নিজেকে ধোনির অনুরাগী বলে জানান।তবে এই ছবি সামনে আসার পরই মাহির ভারতীয় দলে ফেরার জল্পনা উসকে দেন অনেকেই। তবে সেই রকম
আসন্ন আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে ধোনিকে। আইপিএল-এ ভাল জায়গায় রয়েছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। তার আগে নতুন রূপে ধরা দিলেন মাহি। তাঁর এই ছবি নেটমাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
Legend Dhoni👑 Sports A Dashing Look 🔥🔥🔥
— Aalim Hakim (@AalimHakim) July 30, 2021
Thoroughly enjoyed doing this haircut & beard for our legend Mahendra Singh Dhoni 🔥🔥🔥#MSD #mahendrasinghdhoni #dhoni #msdhoni #fauxhawk #dhonisnewhaircut #dhonistyle #captaincool #aalimhakim #hakimsaalim #viral #trending pic.twitter.com/h17NX8qbDB
ধোনি ও হেয়ার ড্রেসার আলিম হাকিম টুইটার