Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ইপিএল

টানা চার ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ২-০ হারিয়েছে নিউক্যাসলকে। ৬৪ ও ৮০ মিনিটে গোল দু’টি করেন যথাক্রমে রোমেলু লুকাকু ও মার্কাস র‌্যাশফোর্ড। দায়িত্ব নিয়ে সোলসার বলেছিলেন, খারাপ সময়ে প্রিয় ক্লাবকে সাহায্য করাই তাঁর একমাত্র লক্ষ্য।

গোল করে উচ্ছাস মার্কাস র‌্যাশফোর্ডের।—ছবি রয়টার্স।

গোল করে উচ্ছাস মার্কাস র‌্যাশফোর্ডের।—ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০৪:৪৬
Share: Save:

নিউক্যাসল ০ • ম্যান ইউনাইটেড ২

চেলসি ০ • সাউদাম্পটন ০

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তত্ত্বাবধায়ক ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার পরিষ্কার জানিয়ে দিলেন, মরসুম শেষে ক্লাব ছেড়ে চলে যাওয়ার কোনও ইচ্ছেই তাঁর নেই। ডিসেম্বরে জোসে মোরিনহোকে বরখাস্ত করে তাঁকে তত্ত্বাবধায়ক ম্যানেজার হিসেবে শুধুমাত্র বর্তমান মরসুমের জন্য নিয়োগ করে ‘রেড ডেভিলস’।

বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউ ২-০ হারিয়েছে নিউক্যাসলকে। ৬৪ ও ৮০ মিনিটে গোল দু’টি করেন যথাক্রমে রোমেলু লুকাকু ও মার্কাস র‌্যাশফোর্ড। দায়িত্ব নিয়ে সোলসার বলেছিলেন, খারাপ সময়ে প্রিয় ক্লাবকে সাহায্য করাই তাঁর একমাত্র লক্ষ্য। প্রসঙ্গত তিনি নিজেও ম্যান ইউয়ের কিংবদন্তি ফুটবলারদের একজন। আর ম্যানেজার হওয়ার পরে টানা চার ম্যাচ জেতালেন দলকে। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে লিগ টেবলে এখন তারা ছ’নম্বরে। নতুন দায়িত্ব নিয়ে এর আগে টানা চার ম্যাচে মাত্র দু’জন ম্যানেজার জেতাতে পেরেছেন ম্যান ইউকে। ম্যাট বুসবি (১৯৪৬-’৪৭) প্রথম জন। এ বার তাঁকে ধরে ফেললেন সোলসার।

ম্যান ইউ জিতলেও চেলসি কিন্তু নিজেদের মাঠে আবার আটকে গেল। স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার তারা ০-০ ড্র করল সাউদাম্পটনের সঙ্গে। তাদের ম্যানেজার মাউরিসিয়ো সাররি মনে করেন, ভাল স্ট্রাইকারের অভাবই চেলসিকে ভোগাচ্ছে। ‘‘আমি আমার বক্তব্য ক্লাবের বোর্ডকেও জানিয়েছি। দেখা যাক ওরা কী করে,’’ বলেছেন সাররি। বুধবারই চেলসির হয়ে সম্ভবত শেষ ম্যাচ খেলে ফেললেন সেস ফাব্রেগাস। শোনা যাচ্ছে, এ বার তিনি মোনাকোয় যোগ দিয়ে ফরাসি লিগ ওয়ানে খেলবেন। প্রিমিয়ার লিগ টেবলে চেলসি এখন চার নম্বরে আছে। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৪৪।

এ দিকে, বুধবার ম্যাচের পরে সোলসারকে প্রশ্ন করা হয়, আগামী মে মাসেই তিনি ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে পাকাপাকি চলে যাবেন কি না। এমন প্রশ্নে ম্যান ইউ ম্যানেজারের জবাব, ‘‘না, আমি চলে যেতে চাই না।’’ প্রিমিয়ার লিগে আসার আগে তিনি স্বদেশে (নরওয়ে) মোলডে ক্লাবের ম্যানেজার ছিলেন। সেখান থেকে লোন-এ তাঁকে নিয়েছে ম্যান ইউ। নরওয়ের ক্লাবের আশা, সোলসার আবার ফিরে এসে দায়িত্ব বুঝে নেবেন।

বুসবির রেকর্ড স্পর্শ করা নিয়েও প্রশ্ন করা হয় সোলসারকে। জবাব, ‘‘এটা নিয়ে ভাবছিই না। বইয়ে যা লেখা থাকার, থাকবে। আমি শুধু ভাবছি পরের ম্যাচ নিয়েই। আমার মনে হয়, টানা চার ম্যাচ জেতা গেলে আরও চারটি ম্যাচ টানা জেতা সম্ভব। ম্যান ইউয়ের মতো ক্লাবের কাছে সেটাই লক্ষ্য বা চ্যালেঞ্জ হওয়া উচিত। স্যর আলেক্স ফার্গুসনও আমাদের এটাই শিখিয়েছিলেন।’’ কেন ম্যান ইউ ছাড়তে চান না তাও বলেছেন সোলসার, ‘‘অসাধারণ কিছু ফুটবলারকে এখানে পেয়েছি। ওল্ড ট্র্যাফোর্ডের পরিবেশও দারুণ। তাই চলে যাওয়ার কোনও ইচ্ছে নেই।’’

সোলসারকে ম্যানেজারের পদে স্থায়ী ভাবে রেখে দেওয়ার পক্ষপাতী অ্যালান শিয়েরারের মতো প্রাক্তন তারকাও। ‘‘জানি, সোলসারের সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে। জানি না রক্ষণ শক্তিশালী করা নিয়ে ও কী ভাবছে তা-ও। তবে যে গতিতে ম্যান ইউ ঘুরে দাঁড়াচ্ছে, তা বিস্ময়কর। যদি প্রিমিয়ার লিগের বাকি সব ম্যাচেই ম্যান ইউ ভাল খেলে বা জেতে, তা হলে কী হবে? অথবা সোলসার যদি ক্লাবকে কোনও ট্রফি দিতে পারে? আমি মনে করি, ওকে দায়িত্বে রেখে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে,’’ বলেছেন শিয়েরার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE