প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে পদক জিতলেন মণিকা। ফাইল ছবি
এশিয়ান কাপ টেবিল টেনিসে ইতিহাস গড়ে ফেললেন মণিকা বাত্রা। প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসাবে পদক জিতলেন তিনি। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে বিশ্বের ছ’নম্বর খেলোয়াড় হিনা হায়াতাকে হারিয়ে দিলেন তিনি। মণিকা জয় পেয়েছেন ৪-২ ব্যবধানে।
শুক্রবার সেমিফাইনালে উঠেই নজির তৈরি করেছিলেন মণিকা। ফাইনালে উঠলে নয়া ইতিহাস গড়তে পারতেন। কিন্তু সেমিফাইনালে তিনি ২-৪ ব্যবধানে হেরে যান দ্বিতীয় বাছাই মিমা ইতোর কাছে। তবে পদক জেতার আরও একটা সুযোগ ছিল। বিকেলেই ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে তিনি নামের হিনার বিরুদ্ধে। সেখানে আর ভুল করেননি ভারতের এই টেনিস খেলোয়াড়।
পদক জয়ের পর মণিকা বলেছেন, “আমার কাছে এই জয়ের মাত্রা বিরাট। সেরা খেলোয়াড়দের হারিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। প্রত্যেকের বিরুদ্ধে সাধ্য মতো লড়াই দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতায় আরও ভাল ফল করার চেষ্টা করব। আশা করছি বাকিরা সবাই আমাকে সমর্থন করবেন।”
I am so so happy winning bronze medal in this Asian cup. Defeating the Top players was challenging and I'm proud of my victory.
— Manika Batra (@manikabatra_TT) November 19, 2022
It was so wonderful playing and competing against them.
I will continue this hard work and will give my best in future tournaments as well...
1/1 pic.twitter.com/Lfb8gk7BfF
ভারতের পুরুষ বিভাগে জি সাথিয়ান এবং অচন্তা শরথ কমল সুযোগ পেলেও দু’জনেই প্রি-কোয়ার্টারে বিদায় নেন। এর আগে পুরুষ খেলোয়াড় হিসাবে চেতন বাবুর দু’বার এশিয়ান কাপে পদক পেয়েছেন। এক বার রুপো, এক বার ব্রোঞ্জ।