Advertisement
২৪ এপ্রিল ২০২৪
মেসিকে তোপ মারাদোনার

দেশের হয়ে একটা বলও ধরতে পারে না

ক্লাবের ফর্ম দেশের জার্সিতে দেখাতে পারেন না— লিওনেল মেসির বিরুদ্ধে এই অভিযোগ সর্বজনবিদিত। কোপা আমেরিকা ফাইনাল হারের পর মেসির দাদুও তাঁকে ‘অলস’ বলতে ছাড়েননি। এ দিন দিয়েগো মারাদোনা বলে দিলেন, ক্লাবে যেই ফুটবলটা খেলেন সেটা দেশের হয়ে খেলতে পারছেন না মেসি। এমনিতে তাঁর স্বদেশীয় সম্পর্কে প্রশংসাই করে থাকেন মারাদোনা।

মারাদোনার সৌজন্যে ছুটির মধ্যেও মেসিকে তাড়া করছে বিতর্ক। ছবি টুইটার

মারাদোনার সৌজন্যে ছুটির মধ্যেও মেসিকে তাড়া করছে বিতর্ক। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ০৩:১৫
Share: Save:

ক্লাবের ফর্ম দেশের জার্সিতে দেখাতে পারেন না— লিওনেল মেসির বিরুদ্ধে এই অভিযোগ সর্বজনবিদিত। কোপা আমেরিকা ফাইনাল হারের পর মেসির দাদুও তাঁকে ‘অলস’ বলতে ছাড়েননি। এ দিন দিয়েগো মারাদোনা বলে দিলেন, ক্লাবে যেই ফুটবলটা খেলেন সেটা দেশের হয়ে খেলতে পারছেন না মেসি। এমনিতে তাঁর স্বদেশীয় সম্পর্কে প্রশংসাই করে থাকেন মারাদোনা। কিন্তু তিনটে বড় ট্রফি আর্জেন্তিনার হাতছাড়া হওয়ায় বোধহয় ছবিটা পাল্টেছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মনে করছেন, মেসি দেশের জার্সিতে নিজের সেরাটা দিতে পারছেন না। ‘‘আর্জেন্তিনায় বিশ্বের সেরা ফুটবলার আছে। রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি চার গোল করতে পারে, কিন্তু দেশের হয়ে একটা বলও ঠিক করে ধরতে পারে না,’’ বলছেন মারাদোনা। আর্জেন্তিনার বড় টুর্নামেন্টে ব্যর্থতা নিয়ে অনেকেই বলে থাকেন, মেসি ভাল খেললেও নাকি আর্জেন্তিনা টিম খেলতে পারেনি। কিন্তু মারাদোনার সাফ বক্তব্য, হারের দায় সবার সমান। ‘‘মেসি দারুণ প্লেয়ার বলে ওকে আগলে রাখা ঠিক নয়। একটা দলে সবাই তো সমান।’’

মেসির দেশজ সতীর্থ জাভিয়ের মাসচেরানো অবশ্য বলছেন, মেসির মতো প্লেয়ারের বিরুদ্ধে সমালোচনা ঠিক নয়। ‘‘মেসি খুবই ভাল মানুষ। এত বড় ফুটবলার হয়েও ও বাকিদের যথেষ্ট সম্মান দেয়। সতীর্থদের উদ্বুদ্ধ করে। এটা মাথায় রাখতে হবে যে, সব সময় জেতা সম্ভব নয়,’’ বলছেন মাসচেরানো। তাঁর সঙ্গে একমত লুকাস বিগলিয়াও, ‘‘মেসি দেশের সমর্থকদের ভালবাসা পায় না। ওর মতো ফুটবলারকে আরও বেশি করে সমর্থন করা উচিত। ও যদি ঠিক করে আর্জেন্তিনার হয়ে কিছু দিন খেলবে না তা হলে আমরা ওর পাশে আছি।’’
বিগলিয়ার আশঙ্কা সত্যিও হতে পারে। শোনা যাচ্ছে, মেসি নাকি তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছেন, কয়েক দিন আর্জেন্তিনার হয়ে খেলবেন না বলে ভাবছেন। তাঁর বিরুদ্ধে সমালোচনায় নাকি এতটাই ক্ষুদ্ধ মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE