চব্বিশ ঘণ্টা আগে তিনি পা রেখেছেন ষাট বছরে। কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা পাঠালেন ফুটবল সম্রাট পেলে।
গত সপ্তাহেই ৮০ বছর পূর্ণ করেছেন পেলে। তাঁকে জন্মদিনে বার্তা পাঠিয়ে মারাদোনা লিখেছিলেন, “রাজাকে জানাই সর্বজনীন শ্রদ্ধা।” পেলে তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, “মারাদোনা আমার দারুণ বন্ধু। আমি বরাবর তোমার প্রশংসা করব। তোমার পাশে থাকব। তোমার যাত্রা দীর্ঘ হোক। তোমার মুখে এই হাসিই অম্লান থাকুক, যা দেখে আমিও হাসতে পারব। শুভ জন্মদিন।”
প্রসঙ্গত ২০০০ সালে ফিফা বিংশ শতাব্দীর সেরা দুই ফুটবল ব্যক্তিত্ব হিসেবে যুগ্মভাবে বেছে নিয়েছিল পেলে এবং মারাদোনাকে। সম্প্রতি শারীরিক অসুস্থতা এবং করোনা অতিমারির জন্য দুজনেই নিভৃতবাসে থেকে জন্মদিন পালন করেছেন।