Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শেষ চারে বার্সা, বিদায় জুভেন্তাসের

যথারীতি অসাধারণ খেললেন লিয়োনেল মেসি। বার্সার তিনটি গোলের দু’টিই করলেন তিনি। যার মধ্যে প্রথম গোলটি অনবদ্য।

গোটা ম্যাচে অনবদ্য খেললেন মেসি। ছবি: সংগৃহীত।

গোটা ম্যাচে অনবদ্য খেললেন মেসি। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০৫:০১
Share: Save:

ক্যাম্প ন্যুতে ফিরতি কোয়ার্টার ফাইনালে সহজেই বার্সেলোনা ৩-০ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল। মঙ্গলবার রাতে এই একপেশে জয়ের সৌজন্যে দুই ম্যাচ মিলে বার্সার পক্ষে গোলের গড় দাঁড়াল ৪-০।

আবার যথারীতি অসাধারণ খেললেন লিয়োনেল মেসি। বার্সার তিনটি গোলের দু’টিই করলেন তিনি। যার মধ্যে প্রথম গোলটি অনবদ্য। ১৬ মিনিটে অ্যাশলে ইয়ং একটা বল নিয়ন্ত্রণে রাখতে না পারার সুযোগ নেন মেসি। ম্যান ইউয়ের ফ্রেড ও ফিল জোন্সকে কাটিয়ে কোণাকুনি নীচু শটে অসাধারণ গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। ২০ মিনিটে দ্বিতীয় গোলটি অবশ্য পুরোপুরি ম্যান ইউ গোলরক্ষকের ভুলে হয়েছে। মেসির সহজ শট ঝাঁপিয়ে পড়া দাভিদ দা হিয়ার হাত গলে জালে জড়িয়ে যায়। ৬১ মিনিটে বার্সার তৃতীয় গোল করেন ফিলিপে কুটিনহো। ব্রাজিলীয় তারকাও ২৫ গজ দূর থেকে দুরন্ত বাঁক খাওয়ানো শটে গোল করেন। বল কুটিনহোর কাছে এসেছিল মেসি আর জর্দি আলবার যুগলবন্দির সৌজন্যে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এ দিকে, তুরিনে জুভেন্তাসকে হারিয়ে বড় অঘটন ঘটাল আয়াখ‌্স আমস্টারডাম। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল পেলেও ডাচ ক্লাব জিতল ২-১ গোলে। এবং সেমিফাইনালে উঠল দুই ম্যাচ মিলে তাদের পক্ষে গোলের গড় ৩-২ করে।

রিয়ালের ড্র, জয়ী আর্সেনাল: লা লিগায় লেগানেসের সঙ্গেও ১-১ ড্র করল রিয়াল মাদ্রিদ। আর প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডকে ১-০ হারিয়ে চার নম্বরে উঠে এল আর্সেনাল।

(বার্সেলোনা ৩ ম্যান ইউ ০)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Champions League Barcelona Messi Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE