Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Salman Butt

Controversy: ম্যাচ গড়াপেটা টেনে এনে কোহলীর পাশে দাঁড়ানো বাটকে এক হাত নিলেন ভন

পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যানের দাবি, ভনের একদিনের ক্রিকেটে কোনও শতরান নেই, তাই তাঁর বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।

মাইকেল ভন, বিরাট কোহলী এবং সলমন বাট।

মাইকেল ভন, বিরাট কোহলী এবং সলমন বাট।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৮:২৮
Share: Save:

সলমন বাটের বক্তব্য ভাল ভাবে নিলেন না মাইকেল ভন। পাকিস্তানের প্রাক্তন ওপেনারকে পাল্টা উত্তর দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। বিরাট কোহলী, না কেন উইলিয়ামসন, কে সেরা? এই বিতর্ক এখনও অব্যাহত।

বাটের বক্তব্যের উত্তরে টুইট করেন ভন। তিনি লেখেন, ‘বাট আমার নামে কী বলেছে দেখেছি। সেটা ঠিক আছে। ওর মতামত ও দিয়েছে। তবে আমি খুশি হতাম যদি ২০১০ সালে ম্যাচ গড়াপেটা করার সময় এতটাই পরিষ্কার থাকত ওর মন’। শুধু টুইটার নয়, ভন পোস্ট করেন ফেসবুকেও। সেখানে তিনি লেখেন, ‘তুমি বলতে ভুলে গিয়েছ যে আমি কোনও দিন ম্যাচ গড়াপেটা করিনি’।

বিতর্কের সুত্রপাত ভনের একটি বক্তব্যে। তিনি বলেছিলেন যে কোহলীর থেকে অনেক ভাল ব্যাটসম্যান উইলিয়ামসন। তবে কোহলীকে ভাল বললে বেশি লাইক পাওয়া যায়, সেই জন্যই তাঁকে ভাল বলা হয় বলে দাবি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। পাকিস্তানের প্রাক্তন ব্যাটসম্যানের দাবি, ভনের একদিনের ক্রিকেটে কোনও শতরান নেই, তাই তাঁর বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।

ভনের সেই টুইট।

ভনের সেই টুইট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE