Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Indian Women Cricket: ধোনির কাছে ছুটতে চান মিতালি রাজ, কেন?

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৪ অক্টোবর ২০২১ ১৬:১১
মহেন্দ্র সিংহ ধোনি ও মিতালি রাজ

মহেন্দ্র সিংহ ধোনি ও মিতালি রাজ
টুইটার

টসে কী ভাবে জিততে হয় তা শিখতে মহেন্দ্র সিংহ ধোনির কাছ থেকে পরামর্শ চান মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে ফের টসে হারেন মিতালি। এরপর সতীর্থরা তাঁর পিছনে লাগতে শুরু করায় ভারতের প্রাক্তন অধিনায়কের শরণাপন্ন হতে চান মিতালি। গোটাটাই যদিও মজার ছলেই বলেছেন মিতালি। আসলে টসে ধোনির ভাগ্য বেশ ভাল।

প্রথম টেস্টে টসে হারলেও ভারতের মেয়েরা কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল। তবে বৃষ্টির কারণে ম্যাচ ড্র হয়। ম্যাচের শেষে মিতালি বলেন, ‘‘টসে হারার পর থেকেই দলের মেয়েরা আমার পিছনে লাগতে শুরু করে দিয়েছিল। সেই কারণেই আমি ঠিক করেছি ধোনির পরামর্শ নেব। জানতে চাইব কী করে টসে জিততে হয়।’’

সুবিধাজনক জায়গায় থাকলেও দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেকেই মনে করছেন আরও আগে ডিক্লেয়ার ঘোষণা করতে পারতেন মিতালি। সেই সময় সিদ্ধান্ত নিতে গিয়ে তিনিও যে কিছুটা সমস্যায় পড়েছিলেন তা স্বীকার করে নিলেন মহিলা দলের অধিনায়ক। মিতালি বলেন, ‘‘কখন ডিক্লেয়ার করব এ নিয়ে আমিও কিছুটা দোটানায় ছিলাম। ১৫ ওভারে আট উইকেট ফেলা কঠিন।’’

Advertisement

দল ছন্দে থাকায় খুশি মিতালি। জিততে না পারলেও প্রথম দিন-রাতের টেস্টেই সেরা ছন্দে ছিল ভারতের মহিলা দল। এমনটাই মনে করেন অধিনায়ক। তিনি বলেন, ‘‘অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। তাই এই ম্যাচটাই আমার মতে সেরা। খুব কাছাকাছি থাকবে ইংল্যান্ডে গিয়ে ২০১৪ সালে ইংল্যান্ডকে হারানো। সেই দলে আট নতুন ক্রিকেটার ছিল। পাশাপাশি সদ্য অ্যাসেজ জিতে এসেছিল তারা। তবে সবচেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটাই। মেয়েরা দারুণ খেলেছে।’’

আরও পড়ুন

Advertisement