Advertisement
০২ মে ২০২৪

দেশ বনাম ক্লাবে বিদ্ধ মোরিনহো

জোসে মোরিনহো বনাম পেপ গুয়ার্দিওলা। স্বপ্নের এই মহারণ থেকে আর মাত্র এক সপ্তাহ দূরে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু মরসুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বির আগে ফের বিতর্কে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

জোসে মোরিনহো বনাম পেপ গুয়ার্দিওলা। স্বপ্নের এই মহারণ থেকে আর মাত্র এক সপ্তাহ দূরে ইংলিশ প্রিমিয়ার লিগ। কিন্তু মরসুমের প্রথম ম্যাঞ্চেস্টার ডার্বির আগে ফের বিতর্কে ‘দ্য স্পেশ্যাল ওয়ান’।

তিন ম্যাচে তিন জয়। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তৃতীয় স্থানে এখন ইউনাইটেড। জ্লাটান ইব্রাহিমোভিচের মতো মহাতারকা গোলের মধ্যে রয়েছেন। ডার্বিতে গুয়ার্দিওলা পাবেন না তাঁর দলের তারকা ফরোয়ার্ড সের্জিও আগোরোকে। তা হলে মোরিনহোর সমস্যা কীসের?

মোরিনহোর সমস্যা— টিমের ফুটবলারদের দেশের দায়িত্ব। ইউনাইটেডর কোচ পরিষ্কার বলে দিচ্ছেন, এতে তাঁর সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, ডার্বির প্রস্তুতিতে। ‘‘দেশের খেলার জন্য আমার ডার্বি প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। আমি চেয়েছিলাম প্রত্যেক ফুটবলারকে নিয়ে ডার্বির প্রস্তুতি নিতে। কারণ যে সব ফুটবলার দেশের হয়ে খেলতে গিয়েছে, তাদের ট্রেনিং কী রকম চলছে, কী অবস্থায় তারা আছে, আমি কিছুই বুঝতে পারছি না।’’

মোরিনহোর এখানে শেষও হচ্ছে না। টিমের ইউরোপীয় ফুটবলাররা দলের সঙ্গে যোগ দেবেন সোমবার। কিন্তু ক্লাবের লাতিন আমেরিকান ফুটবলারদের যোগ দিতে দিতে সেই শুক্রবার। অর্থাৎ, ডার্বির চব্বিশ ঘণ্টা আগে। যে তালিকায় রয়েছেন আন্তোনিও ভ্যালেন্সিয়া, মার্কোস রোখো, সের্জিও রোমেরোর মতো ফুটবলার। মোরিনহো বলছেন, ‘‘লাতিন আমেরিকার ফুটবলাররা ম্যাঞ্চেস্টার ডার্বির এক দিন আগে যোগ দেবে দলের সঙ্গে। খুবই জটিল পরিস্থিতি। এদের ফিটনেস কী থাকবে জানি না। কিন্তু কী আর করা যাবে।’’

এক কথায়, ডার্বির আগে টিমে ক্লাব বনাম দেশ নিয়ে চিন্তায় মোরিনহো। কিন্তু টিমের মাঝমাঠের অন্যতম সেরা স্তম্ভ পল পোগবা আত্মবিশ্বাসী। ইউনাইটেডের জয়ের হ্যাটট্রিকের থেকেও তাঁকে বেশি ভরসা দিচ্ছেন জ্লাটান ইব্রাহিমোভিচ। আর ইউনাইটেড ড্রেসিংরুমে নাকি জুনিয়র ফুটবলারদের ‘দাদার’ মতো হয়ে উঠেছেন ইব্রা। যিনি দলকে এককাট্টা রাখছেন। পোগবা বলছেন, ‘‘জ্লাটান এখন সবার বড় ভাইয়ের মতো। সব সময় ঠাট্টা করে। দলের মধ্যে পরিবেশ হাসিখুশি রাখতে সাহায্য করে। মাঠে সবাই জানে ও জিততে ভালবাসে। সেটা বাকিদেরও সাহায্য করছে।’’

ইউরোর পরেই অবসর ঘোষণা করায় আন্তর্জাতিক ব্রেকে বিশ্রাম নিচ্ছেন ইব্রাহিমোভিচ। গুয়ার্দিওলার সিটির বিরুদ্ধে যুদ্ধের আগে দলের সেরা বাজিকে ফিট রাখতে তাঁকে চার দিন ছুটি দিয়েছেন মোরিনহো। যিনি বলছেন, ‘‘ভাবতে হবে ইব্রাহিমোভিচের বয়স ৩৪। তাই ওকে বিশ্রাম দিতে হবে বেশি।’’

মোরিনহোর লক্ষ্য যেখানে প্রিমিয়ার লিগ, পোগবার কাছে বেশি গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে ফেরা। বিশ্বের সবচেয়ে দামী তারকা বলছেন, ‘‘আমাদের চ্যাম্পিয়ন্স লিগে ফিরতেই হবে। ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলবে না, হয় নাকি?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mourinho
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE