Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Mahendra Singh Dhoni

ইডেনে প্রথম বার কমেন্ট্রি বক্সে মাইক হাতে দেখা যেতে পারে ধোনিকে

এই টেস্ট উপলক্ষে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের সব টেস্ট অধিনায়ককে। আর তাঁদেরই ‘অতিথি ধারাভাষ্যকার’ হিসেবে বক্সে নিয়ে আসতে চাইছে স্টার। সেখানে তাঁরা ভারতের টেস্ট ইতিহাসে তাঁদের ফেভারিট মুহূর্তগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করবেন।

ধোনিকে কি কমেন্ট্রি বক্সে এই ভাবে দেখা যাবে? ছবি: এএফপি।

ধোনিকে কি কমেন্ট্রি বক্সে এই ভাবে দেখা যাবে? ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৬:৪৬
Share: Save:

২২ নভেম্বর থেকে ইডেন টেস্ট এমনিতেই ঐতিহাসিক। দেশের মাঠে তো বটেই, এই প্রথমবার দিন-রাতের টেস্ট খেলবে ভারত। তাই বাড়ছে আগ্রহ। আর এই টেস্ট আরও আকর্ষক হয়ে উঠতে পারে কমেন্ট্রি বক্সে মাইক হাতে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা গেলে।

সংবাদ সংস্থার খবর অনুসারে, তেমন সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ধারাভাষ্যের বক্সে ‘ক্যাপ্টেন কুল’কে দেখা যেতেই পারে। কারণ, সম্প্রচারকারী সংস্থা স্টার সম্ভাব্য অনুষ্ঠানের যে রূপরেখা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে দিয়েছে, তাতে সমস্ত ভারতীয় অধিনায়ককে স্মৃতি রোমন্থন করতে দেওয়ার ভাবনা রয়েছে। যা হবে গোলাপি বলে টেস্টের প্রথম দুই দিন।

এই টেস্ট উপলক্ষে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের সব টেস্ট অধিনায়ককে। আর তাঁদেরই ‘অতিথি ধারাভাষ্যকার’ হিসেবে বক্সে নিয়ে আসতে চাইছে স্টার। সেখানে তাঁরা ভারতের টেস্ট ইতিহাসে তাঁদের ফেভারিট মুহূর্তগুলো নিয়ে স্মৃতি রোমন্থন করবেন। আর সেই কারণেই ধোনিকে দেখা যেতে পারে কমেন্ট্রি বক্সে। তবে তার জন্য ধোনিকে এই আমন্ত্রণ গ্রহণ করতে হবে। এর আগে এমএসডি কখনও হাজির হননি ধারাভাষ্যের বক্সে। যদি তিনি আসেন, তবে তা গোলাপি বলে টেস্টকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আরও পড়ুন: ব্যক্তিগত জীবনে নতুন ইনিংস, দ্বিতীয় বার বিয়ে করলেন গ্রেম স্মিথ​

আরও পড়ুন: ‘পরের দুই ম্যাচে ভাল ব্যাট না করলে ধবনকে নিয়ে প্রশ্ন উঠবে’​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE