চেন্নাইয়ের অনুশীলনে ধোনি। রবিবার রাতে চিপকে। ছবি টুইটারের সৌজন্যে।
আইপিএলের ম্যাচ তো নয়ই। এমনকী, প্রস্তুতি ম্যাচও নয়। নেহাতই প্র্যাকটিস সেশন। আর তাতেই ব্যাট হাতে মহেন্দ্র সিংহ ধোনিকে দেখেই রবিবার রাতে উত্তাল হয়ে উঠল চিপক। ধোনির জয়ধ্বনিতে মুখর হয়ে উঠল স্টেডিয়াম।
চেন্নাই সুপার কিংস নির্বাসন কাটিয়ে উঠেই চ্যাম্পিয়ন হয়েছে গতবারের আইপিএলে। এ বারের আইপিএলে তাই খেতাব রক্ষার চাপ রয়েছে অধিনায়ক ধোনির উপরে। অবশ্য সেই চাপ কাটিয়ে দিচ্ছে সমর্থকদের উন্মাদনা। রবিবারের প্রস্তুতি ম্যাচ দেখতেও চিপকে ছিলেন ১২ হাজারের মতো সমর্থক। ধোনি অবশ্য সেই ম্যাচে খেলেননি। তিনি ব্যাট করেন নেটে।
ধোনির ব্যাট করতে যাওয়ার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে চেন্নাই সুপার কিংস। যাতে দেখা যাচ্ছে প্রিয় ‘থালা’র জন্য গ্যালারি থেকে ভেসে আসছে ‘ধোনি, ধোনি’ চিৎকার। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে এত ক্রিকেটপ্রেমীর উপস্থিতিতে কিছুটা অবাক দেখায় ধোনিকেও। তবে তাঁকে নিয়ে এই উন্মাদনায় অবাক সিএসকে-র প্রাক্তন ক্রিকেটাররাও। অ্যালবি মর্কেল, স্কট স্টাইরিসরা যেমন এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
আরও পড়ুন: সৌরভের সঙ্গে সম্পর্ক কেমন? দিল্লি কোচ পন্টিং বললেন…
আরও পড়ুন: পরের বছর টি২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ছে শাস্ত্রীর?
Whistle parakkum paaru! #ThalaParaak #WhistlePodu #Yellove 💛🦁 pic.twitter.com/6EeMkYT0QY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
অনুশীলনের ফাঁকেই ধোনির দিকে দৌড়ে আসেন এক ভক্ত। তিনি প্রিয় ক্রিকেটারকে স্পর্শ করার চেষ্টা করেন। আর তা এড়িয়ে পালাতে থাকেন সিএসকে নেতা। সেই ভিডিয়োও তুমুল সাড়া ফেলেছে। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীরা এসে ধরে ফেলেন সেই সমর্থককে। ধোনি তারপর হাতও মেলান তাঁর সঙ্গে। এর আগে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সময়ও এক সমর্থক মাঠে এসে তাঁকে স্পর্শ করার চেষ্টা করেছিলেন।
Catch Me If You Fan #AnbuDen Version! #SuperPricelessThala @msdhoni and the smiling assassin @Lbalaji55! #WhistlePodu 🦁💛 pic.twitter.com/xvqaRKp9kB
— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)