Advertisement
০৩ মে ২০২৪

ফিট থাকো, কাশ্মীরে গিয়ে বললেন ধোনি

শুধু পরামর্শ নয়, সঙ্গে ক্রিকেটও খেললেন ধোনি। অনুষ্ঠানের একটি ভিডিওয় দেখা গিয়েছে ধোনি বলছেন, ‘‘ক্রিকেটের পাশাপাশি আমি ব্যাডমিন্টন, ফুটবল ও হকি খেলেছি এবং প্রত্যেকটা খেলাই আমার ফিটনেস বাড়াতে সাহায্য করেছে।’’

কাশ্মীরের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ধোনি। ছবি: টুইটার

কাশ্মীরের স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে ধোনি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৭ ০৪:৩৮
Share: Save:

জম্মু-কাশমীরে উরি শহরের উঠতি ক্রিকেটারদের দক্ষতার থেকেও ফিটনেসের উপর জোড় দেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও ভারতীয় সেনার সাম্মানিক লেফ্টনেন্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি।

কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি অনুষ্ঠানে স্থানীয় ক্রিকেটারদের এ রকমই শিক্ষা দিলেন তিনি। ধোনির পরামর্শ পাওয়ার পর শ্রীনগরের চিনার ক্যাম্প সৈন্যদল একটি টুইটে লেখে, ‘সাম্মানিক লেফ্টনেন্ট কর্নেল মহেন্দ্র সিংহ ধোনি উরির স্থানীয় ক্রিকেটারদের পরামর্শ দিচ্ছেন। ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে ক্রিকেটীয় আলোচনার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।’’

শুধু পরামর্শ নয়, সঙ্গে ক্রিকেটও খেললেন ধোনি। অনুষ্ঠানের একটি ভিডিওয় দেখা গিয়েছে ধোনি বলছেন, ‘‘ক্রিকেটের পাশাপাশি আমি ব্যাডমিন্টন, ফুটবল ও হকি খেলেছি এবং প্রত্যেকটা খেলাই আমার ফিটনেস বাড়াতে সাহায্য করেছে। বড় মাঠে খেলার সুবাদে আমার ফিটনেসও বেড়েছে।’’

চিনার ক্যাম্প সৈন্যদল আরও একটি টুইটে লেখে, ‘দক্ষতা নয়, ফিটনেসকেই এগিয়ে রাখছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর পরামর্শ সত্যিই মূল্যবান।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni Cricket Jammu and Kashmir fitness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE