টি-টোয়েন্টি আন্তর্জাতিকে কে আগে ছয় মারার হাফ-সেঞ্চুরিতে কে আগে পৌঁছবেন? মহেন্দ্র সিংহ ধোনি নাকি বিরাট কোহালি? বেঙ্গালুরুতে আজ ক্রিকেটপ্রেমীরা তা দেখারই অপেক্ষায়।
দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ৮৪ ইনিংসে ৪৯টি ছয় মেরেছেন ধোনি। ছক্কার পঞ্চাশে পৌঁছতে তাঁর চাই আর একটি ছয়। অন্যদিকে, ৬১ ইনিংসে বিরাট কোহালি মেরেছেন ৪৮টি ছয়। ছক্কার পঞ্চাশে পৌঁছতে তাঁর চাই আর দুটো ছয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দু’জনের কাছেই সুযোগ থাকছে এই মাইলস্টোনে পৌঁছনোর।
ভারতীয়দের মধ্যে এই ফরম্যাটে দেশের হয়ে সবচেয়ে বেশি ছয় মেরেছেন রোহিত শর্মা। ৮৬ ইনিংসে তিনি মেরেছেন ১০২ ছয়। তাঁর পরে আছেন যুবরাজ সিং (৫১ ইনিংসে ৭৪ ছয়), সুরেশ রায়না (৬৬ ইনিংসে ৫৬ ছয়)। এর ঠিক পরেই রয়েছেন ধোনি ও কোহালি। কেউই অবশ্য এখনও ছয়ের সংখ্যায় পঞ্চাশ পেরোননি।