মহিলাদের ক্রিকেটে নাগাল্যান্ডকে ১৭ রানে অলআউট করে দিল মুম্বই। রান তাড়া করতে নেমে চার বলেই জয় হাসিল করল তারা। বুধবার ইনদওরের মাঠে এই ঘটনা ঘটেছে।
হোলকার স্টেডিয়ামে চলছিল মহিলাদের একদিনের ক্রিকেটের প্রতিযোগিতা। মুম্বইয়ের অধিনায়ক সায়লী সাতঘারে ৫ রানে ৭ উইকেট নিয়েছেন। ৮.৪ ওভার হাত ঘুরিয়েছেন, এর মধ্যে চারটি ওভারই মেডেন। নাগাল্যান্ডের প্রথম চার জন ব্যাটসম্যান শূন্য রানে ফিরে যান। তাদের কোনও ব্যাটসম্যানই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সর্বোচ্চ রান সরিবার (৯)।
জবাবে মুম্বইয়ের ওপেনার এষা ওঝা প্রথম তিনটি বলে চার মারেন। চতুর্থ বলটি ‘নো’ হয়েছিল। সেই বলে খুচরো রান নেন এষা। চতুর্থ বলে ছয় মেরে জয়ের রান তুলে নেন ব্রুশালী ভগত। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে কম স্কোর রয়েছে নেদারল্যান্ডসের। ২০০৮-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ রানে অলআউট হয়ে গিয়েছিল তারা।