Advertisement
৩০ এপ্রিল ২০২৪

নেহরার চোখে মুস্তাফিজুর ঈশ্বর প্রদত্ত প্রতিভা

নেট বোলার হিসেবে বল করতে এসে বোলিং কোচ হিথ স্ট্রিকের নজরে পড়েছেন মুস্তাফিজুর। ঘটনাটি এক বছরেরও কম সময় আগের। সেই ছেলেটিই বিশ্ব ক্রিকেটে এখন বিস্ময় বোলার। টি-২০ অভিষেকে পাকিস্তানের হাফিজ, আফ্রিদিকে পকেটে পুরেছেন, ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী ম্যাচে ৬ উইকেট!

নিজস্ব সংবাদদাতা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১৯:২৪
Share: Save:

নেট বোলার হিসেবে বল করতে এসে বোলিং কোচ হিথ স্ট্রিকের নজরে পড়েছেন মুস্তাফিজুর। ঘটনাটি এক বছরেরও কম সময় আগের। সেই ছেলেটিই বিশ্ব ক্রিকেটে এখন বিস্ময় বোলার। টি-২০ অভিষেকে পাকিস্তানের হাফিজ, আফ্রিদিকে পকেটে পুরেছেন, ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ী ম্যাচে ৬ উইকেট! বাঁ হাতি এই পেস বোলারের এক কাটার ডেলিভারীগুলো হয়ে উঠছে দূর্বোধ্য। এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে পাঁজরের পেশিতে টান লেগে ছিটকে যেতে হযেছিল। সেই ব্যাথাটা ভুগিয়েছে বেশ। ঠিক তিন সপ্তাহ পর ম্যাচে ফিরেছে যে

ছেলেটি, তার কাছে খুব বেশি প্রত্যাশা ছিল না মাশরাফিরও। তাসকিন, আরাফাত সানি নিষিদ্ধ হওয়ায় বাধ্য হয়েই মুস্তাফিজুরকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামাতে হয়েছিল। সেই মুস্তাফিজুরই কি না চেনা ছন্দে হাজির। মিডল এন্ড লেগ
স্ট্যাম্পে পিচিং ফুল পেস ডেলিভারীতে স্টিভেন স্মিথ ফ্লিক করতে চেয়ে হতভম্ব, স্ট্যাম্প উপড়ে যাওয়ার দৃশ্য দেখে অজি অধিনায়কের মাথায় উঠল হাত। মিশেল মার্শ তো কাটার বুঝতে না পেরে পয়েন্টে দিয়ে এলেন ক্যাচ! ২৪টি ডেলিভারীর মধ্যে ১২টিই ডট! বেঙ্গালুরুতে মুস্তাফিজুরকে এতোটাই সমীহ করে খেলেছে অস্ট্রেলিয়া। স্টক ডেলিভারীর সংখ্যা একটি নয়। শ্লোয়ার কাটার সবই পারেন মুস্তাফিজুর। এমন এক তরুন বোলারকে ঈশ্বর প্রদত্ত বোলার মনে করছেন টীম
ইন্ডিয়ার প্রাক্তন বোলার আশিষ নেহরা। বলেন, ‘‘ তাসকিনকে হারিয়েছে বাংলাদেশ। কোনও সন্দেহ নেই ওদের জন্য গুরুত্বপূর্ণ বোলার ছিল সে। পাঁজরের ব্যথার কারনে মুস্তাফিজ কয়েক ম্যাচ খেলেনি। ও ফিরে এসেই দারুণ বল করেছে। আমি মনে করি, সীমিত ওভারের ক্রিকেটে মুস্তাফিজ দারুণ বোলার। বিশেষ করে ওর দেওয়া শ্লোয়ার ডেলিভারিগুলো ভয়ংকর। ঈশ্বর প্রদত্ত তার এই ডেলিভারিগুলো। অ্যাকশনও দারুণ। তার মধ্যে দারুন সম্ভাবনা দেখছি।’’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দ্রাবাদ ১ কোটি ৪০ লাখ টাকায় কিনে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে। একই দলে খেলবেন ভারতের অভিজ্ঞ পেসার আশিষ নেহরাও। বয়সে ১৬ বছরের ছোট এই ছেলের কাছ থেকেই শিখতে চান আশিষ
নেহরা। বলেন, ‘‘ ভাগ্য ভাল আইপিএল-এ আমরা এক দলে খেলব। এটা আমাকে অনেক সাহায্য করবে। ওর বোলিং অ্যাকশন ব্যতিক্রমী। ক্রিকেটের বড় সম্পদ। সত্যি ওয়ান ডে ও টি২০ ফরম্যাটে মুস্তাফিজ দারুণ একজন বোলার।’’ ৩৬ এ দাঁড়িয়ে আন্তর্জাতিক কেরিয়ারকে গুডবাই জানানোর মানসিক প্রস্তুতি যার নেওয়ার কথা, সেই অভিজ্ঞ ক্রিকেটার কিনা তরুণ বোলারের কাছ থেকে শিখতে চান।

আরও খবর

তাসকিনের জন্য লড়াই চালাচ্ছে বিসিবি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mustafizur Bangladesh Asish Nehra wt20
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE