মানবপাচার থেকে হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ আছে। রাজারহাটের বাসিন্দাকে এমন ভয় দেখিয়ে ডিজিট্যাল অ্যারেস্ট করা হবে বলে জানিয়েছিল প্রতারকেরা। তা থেকে বাঁচতে দফায় দফায় এক কোটিরও বেশি টাকা প্রতারকদের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন এক ব্যক্তি। বিধাননগর পুলিশের তৎপরতায় কর্নাটক থেকে ওই চক্রের দু’জন গ্রেফতার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৮ সেপ্টেম্বর রাজারহাটের বাসিন্দা সুনীতিকুমার রায়কে প্রতারকেরা ভয় দেখিয়ে বলে তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক বার্তা পাঠানো ও মানবপাচারের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ডিজিট্যাল অ্যারেস্টের ভয় দেখানো হয়। অভিযোগ, ৯ থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে তিনি বাধ্য হন বিভিন্ন অ্যাকাউন্টে মোট এক কোটি চার লক্ষ ৭০ হাজার টাকা পাঠাতে।
আরও পড়ুন:
পরে ভুল বুঝতে পেরে ওই ব্যক্তি নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন গত ৬ অক্টোবর। ওই ঘটনার তদন্তে নামেন এসআই রাজা সাহা। তাঁর নেতৃত্বাধীন দল অভিযান চালায় কর্নাটকের মাইসুরুতে। গ্রেফতার করা হয় নবীন (৩৫) ও ইন্দ্রধনুশ (৩৩) নামের দুই ব্যক্তিকে। ধৃতদের পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুর আদালতে দু’জনকে হাজির করানো হয়েছে।