কলকাতায় আবার ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল। এ বার লেক ভিউ রোডে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক এবং ভাড়াটের মধ্যে বচসা চলছিল। সেই বচসার মাঝেই বাড়ির মালিককে ছুরি দিয়ে ভাড়াটে আঘাত করেছেন বলে অভিযোগ। অভিযুক্তের নাম অনুরাধা রমণ। থানায় এখনও এই নিয়ে সরকারি ভাবে কোনও অভিযোগ দায়ের হয়নি।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লেক ভিউ রোডের ওই বাড়িতে কয়েক দিন থাকবেন বলে ভাড়া নিয়েছিলেন অনুরাধা। সেই মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও তিনি বাড়ি ছাড়েননি বলে অভিযোগ। তাতে মালিক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাড়া দেন। সূত্রের খবর, সেই নিয়ে বচসা শুরু হয়। সেই বচসার সময় বাড়ির মালকিনকে ছুরি দিয়ে অনুরাধা আঘাত করেন বলে অভিযোগ।
সোমবারই সকালেই রামগড় এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তাঁকে উদ্ধার করে বাঘাযতীনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ায় হয়। ওই ব্যক্তির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা গিয়েছে। আহত ব্যক্তি পেশায় মৃৎশিল্পী। তবে কে বা কারা তাঁকে আঘাত করেছে, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।