Advertisement
১৩ ফেব্রুয়ারি ২০২৫
National Games 2025

ম্যাচ গড়াপেটার অভিযোগ জাতীয় গেমসে, সরানো হল তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে, ক্ষুব্ধ ঊষা

তাইকোন্ডোর ১৬টি বিভাগের ১০টিতেই ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। সরিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টর অফ কম্পিটিশনকে। অভিযুক্তের তালিকায় একাধিক রাজ্যের কর্তা, এক ক্রীড়াসরঞ্জাম সরবরাহকারীও।

Picture of PT Usha

পিটি ঊষা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫
Share: Save:

ম্যাচ গড়াপেটা বিতর্ক জাতীয় গেমসে। বিতর্কের কেন্দ্রে তাইকোন্ডো। অভিযোগের প্রেক্ষিতে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটি তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাইকোন্ডোর ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে।

তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন ছিলেন টি প্রবীণ কুমার। একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ আসায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে এস দীনেশ কুমারকে। গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির চেয়ারপার্সন সুনয়না কুমারী বলেছেন, ‘‘আমার জাতীয় গেমসের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। একাধিক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রবীণ কুমারকে সরিয়ে দেওয়া হয়েছে। অনৈতিক কোনও কিছু যাতে না হয়, তা নিশ্চিত করতে চাই আমরা।’’ তিনি আরও বলেছেন, ‘‘কয়েকটি রাজ্যের কর্তা অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের হল, এক ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারীর নামেও অভিযোগ এসেছে।’’

জাতীয় গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা। তিনি বলেছেন, ‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূল্যবোধ বজায় রাখা। দেশের সবচেয়ে বড় মঞ্চে প্রতিযোগীরা যাতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, তা নিশ্চিত করা উচিত। সকলের ন্যায্য সুযোগ পাওয়া উচিত। জাতীয় গেমসের মতো প্রতিযোগিতার পদক অন্য কোথাও নির্ধারিত হতে পারে না। খেলা শুরুর আগে তো নয়ই। এমন হলে তা খুবই দুর্ভাগ্যের। আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান গুরুত্বপূর্ণ। যে কোনও রকম অনৈতিক বিষয় থেকে সকলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ধরনের ঘটনা জাতীয় গেমসের ভাবমূর্তি নষ্ট করে।’’ অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে ঊষা।

তাইকোন্ডোয় গড়াপেটা নিয়ে জাতীয় গেমসের আসর উত্তাল হলেও, ঠিক কী অভিযোগ রয়েছে, তা জানা যায়নি। অভিযুক্তদের দায়িত্ব থেকে সরিয়ে সুষ্ঠু ভাবে গেমস শেষ করাই লক্ষ্য আয়োজকদের।

অন্য বিষয়গুলি:

match fixing PT Usha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy