Advertisement
০৬ মে ২০২৪

বেলজিয়ামের ড্র

ম্যাচ শুরুর কিছু আগেই অধিনায়ক পুরোপুরি ম্যাচফিট নন বলে ভিনসেন্ট কোম্পানিকে বাইরে রেখেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিলেন বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৬ ০৩:২৮
Share: Save:

ম্যাচ শুরুর কিছু আগেই অধিনায়ক পুরোপুরি ম্যাচফিট নন বলে ভিনসেন্ট কোম্পানিকে বাইরে রেখেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমেছিলেন বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ। কিন্তু প্রথমার্ধে পিছিয়ে থাকার পর ডাচদের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে সমতা ফিরিয়ে কোনওক্রমে সম্মানরক্ষা হল বেলজিয়ান কোচের। প্রথমার্ধের ৩৮ মিনিটে পেনাল্টিতে নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন ক্লাসেন। ম্যাচের একদম অন্তিম লগ্নে গোল করে ম্যাচ ১-১ করেন কারাস্কো। আগামী রবিবার এস্তোনিয়ার বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ রয়েছে বেলজিয়ামের। সেই ম্যাচেও কোম্পানির মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। তবে কোম্পানির চোট কোথায় তা নিয়ে বিশদে কিছুই বলতে চাননি বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ। তিনি বলেছেন, ‘‘কোম্পানি আমার টিমের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। কিন্তু পুরোপুরি ফিট না হলে ওকে নামিয়ে অযথা ঝুঁকি নিতে চাইছি না। কারণ প্রাক্ বিশ্বকাপে এখনও অনেক ম্যাচ বাকি আছে। সেখানে ওকে দরকার।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

netherlands belgium
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE