অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় করেছে ভারত। আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই ফিরে এল ১৯৮৬ সালের অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের স্মৃতি। সৌজন্যে আগামী এক দিনের সিরিজে অস্ট্রেলিয়া দলের জার্সি।
১২ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম একদিনের ম্যাচে অ্যারন ফিঞ্চ বাহিনীর মোকাবিলা করবে ভারত। সেই ম্যাচ থেকেই নতুন জার্সিতে দেখা যাবে অজি খেলোয়াড়দের।
এই ম্যাচে যে জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চ-পিটার সিডলরা, সেই জার্সি দেখতে হবহু ১৯৮৬-র অস্ট্রেলিয়া দলের জার্সির মতো।