নতুন জার্সিতে অস্ট্রেলিয়া দল। ছবি টুইটার থেকে।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয় করেছে ভারত। আগামী শনিবার থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই ফিরে এল ১৯৮৬ সালের অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের স্মৃতি। সৌজন্যে আগামী এক দিনের সিরিজে অস্ট্রেলিয়া দলের জার্সি।
১২ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম একদিনের ম্যাচে অ্যারন ফিঞ্চ বাহিনীর মোকাবিলা করবে ভারত। সেই ম্যাচ থেকেই নতুন জার্সিতে দেখা যাবে অজি খেলোয়াড়দের।
এই ম্যাচে যে জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চ-পিটার সিডলরা, সেই জার্সি দেখতে হবহু ১৯৮৬-র অস্ট্রেলিয়া দলের জার্সির মতো।
Australia will take on India wearing a retro ODI kit from the 1980s!
— cricket.com.au (@cricketcomau) January 10, 2019
More here: https://t.co/liaXeJ4jov #AUSvIND pic.twitter.com/0RvP6Q7G6G
এই জার্সি প্রকাশিত হওয়ার পর থেকেই অ্যালান বর্ডারের দলের সঙ্গে বর্তমানের অস্ট্রেলিয়া দলের তুলনা শুরু করে দিয়েছেন নেটিজেনরা।
Hey .@cricketcomau, are Australia really going for the old jersey for the ODI series? Please say, Yes. 😍 #AUSvIND .@CricketAus pic.twitter.com/QNJ2SFQpXi
— Aayush Sharma 🏳️🌈 (@JournalistWFH) January 10, 2019
বেশ কিছুদিন দলের বাইরে থাকার পর এই সিরিজে ফের খেলতে দেখা যাবে অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ফাস্ট বোলার পিটার সিডলকে।
আরও পড়ুন: দেশে ফিরে পরিবারের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করলেন পূজারা
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি।ক্রিকেট খেলারসব আপডেট আমাদেরখেলাবিভাগে।)