Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

কমিউনিটি শিল্ডের ফাইনালে টাইব্রেকারের নতুন নিয়ম

প্রথাগত পেনাল্টি শুট আউটের পদ্ধতি হল পালা করে শট নেওয়া। সেখানেই বদল আনা হয়েছে একটা ছোট্ট পরিবর্তন করে।রবিবার কমিউনিটি শিল্ডের ফাইনালে দেখা গেল সেই রদ বদল। সেই টাইব্রেকার পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘এবিবিএ পেনাল্টিস’।

আর্সেনাল শিবিরে জয়ের উল্লাস। ছবি: রয়টার্স।

আর্সেনাল শিবিরে জয়ের উল্লাস। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৭ ১৯:২৮
Share: Save:

কমিউনিটি শিল্ডে চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। এই টুর্নামেন্টের নক-আউট পর্বে ম্যাচ ড্র চললে থাকে না কোনও অতিরিক্ত সময়। সরাসরি টাই ব্রেকারই নিয়ম। সেই টাই ব্রেকারে জোড়া শট নষ্ট করে হারতে হয়েছে চেলসিকে। কিন্তু মূল গল্প এখানে নয়। খেলা হয়ে গিয়েছে তার ফলও জেনে গিয়েছে মানুষ। কিন্তু এই ম্যাচে ইংলিশ ফুটবলের একটি নতুন নিয়মকে পরীক্ষামূলকভাবে তুলে আনা হয়েছে।

আরও খবর: টাইব্রেকারে হার চেলসির, কমিউনিটি শিল্ড আর্সেনালের

রবিবার কমিউনিটি শিল্ডের ফাইনালে টাইব্রেকারে ম্যাচের ফল নিশ্চিত হয়েছে। কিন্তু টাইব্রেকারের নিয়মে একটু রদ বদল করেছে ইংলিশ ফুটবল সংস্থা। সেই টাইব্রেকার পদ্ধতির নাম দেওয়া হয়েছে ‘এবিবিএ পেনাল্টিস’।

কী এই পদ্ধতি এবং কেন এই পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত?

আরও খবর: চিলের সঙ্গে ড্র ভারতের

প্রথাগত পেনাল্টি শুট আউটের পদ্ধতি হল পালা করে শট নেওয়া। যেমন টিম ‘এ’ প্রথম শট নিলে টিম ‘বি’ নেবে দ্বিতীয় শট। আবার তৃতীয় শট ঘুরে আসবে টিম ‘এ’ জন্য। মানে, ‘এবি এবি এবি’। তা বদলে করা হল ‘এবিবিএ এবিবিএ এবিবিএ’। মানে প্রথম শট যদি নেয় টিম ‘এ’ তা হলে পরের দুটো শট নেবে টিম ‘বি’। এই নিয়মের পিছনে কারণ হিসেবে বলা হয়েছে, পেনাল্টি শুট আউটের সময় যে মানসিক চাপ সৃষ্টি এই নিয়মে তা কিছুটা লাঘব হবে। এই পদ্ধতি আপাতত ইএফএল কাপ ও ইএফএল ট্রফির প্লে-অফে পরীক্ষামূলক ভাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই পদ্ধতিতেই আপাতত টাইব্রেকারে ফুটবলারদের মানসিক চাপ কাটানোর চেষ্টা চালাচ্ছে ইংলিশ ফুটবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE