ভারতের সদ্য প্রাক্তন কোচ অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটির সুপারিশ মেনে নিয়ে বড়সড় দু’টি পরিবর্তনের সিদ্ধান্ত নিল আইসিসি। ডিআরএস এবং ক্রিকেটারদের ‘লাল কার্ড’য়ের এই দু’টি নতুন নিয়ম আগামী অক্টোবর থেকেই চালু হবে বলে জানিয়েছেন আইসিসি প্রধান ডেভ রিচার্ডসন।
এত দিন পর্যন্ত ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলে সেই দলের কোটা থেকে একটি বাদ চলে যেত। সেই সিদ্ধান্তই পরিবর্তিত হল এ বার। কুম্বলেদের সুপারিশ ছিল, ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও তা যদি আম্পায়ার্স কল হয়, তা হলে নির্ধারিত কোটা কমবে না। সেই সুপারিশই এ দিনের সভায় মেনে নিল আইসিসি। পাশাপাশি টেস্টের ক্ষেত্রে ৮০ ওভারের পর ডিআরএস টপ আপের ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ট্র্যাফিক পুলিশের বিজ্ঞাপনে তাঁর ‘নো বল’, ক্ষোভ উগরে দিলেন বুমরা