Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2020

দিল্লি ক্যাপিটালস থেকে মুম্বই ইন্ডিয়ান্সে বোল্ট

শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২০-র দলবদল।

সৌরভের সঙ্গে আলোচনায় বোল্ট। ছবি— দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে।

সৌরভের সঙ্গে আলোচনায় বোল্ট। ছবি— দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ থেকে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ২০:২৫
Share: Save:

আগামী মরসুমের আইপিএল-এ নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে খেলতে দেখা যাবে। ২০১৪ সালে আইপিএল-এ অভিষেক ঘটেছিল কিউয়ি বোলারের। ২০১৮ এবং ২০১৯ মরসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন বোল্ট। সেই কিউয়ি বোলারকে ছেড়ে দিল দিল্লি। পাঠিয়ে দিল মুম্বইয়ে।

গত বার দিল্লির হয়ে পাঁচটি ম্যাচ খেলেন বোল্ট। নেন পাঁচটি উইকেট। তার আগের বছর অবশ্য ১৪টি ম্যাচ থেকে কিউয়ি বোলারের সংগ্রহ ১৮টি উইকেট। বোল্টের মতোই জার্সির রং বদলে গেল অঙ্কিত রাজপুতেরও। কিংস ইলেভেন পঞ্জাব ছেড়ে দিল পেসার অঙ্কিতকে। তাঁর নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস।

২০১৮ সালে অঙ্কিত রাজপুত কিংস ইলেভেন পঞ্জাবে যোগ দেন। ২৩টি আইপিএল ম্যাচ থেকে ২২টি উইকেটের মালিক তিনি। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদ-এর বিরুদ্ধে ১৪ রান দিয়ে পাঁচ-পাঁচটি উইকেট নেন অঙ্কিত। নতুন মরসুমে তিনি কেমন পারফরম্যান্স তুলে ধরেন, সেই দিকেই নজর থাকবে সবার।

আরও পড়ুন: ধোনির বকুনি খেয়ে অনেক কিছু শিখেছেন চাহার

এর আগে কিংস ইলেভেন পঞ্জাব ছেড়ে দিয়েছে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। ২০২০ সালের আইপিএল-এ কিংস ইলেভেন নয়, দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে ভারতের তারকা অফস্পিনারকে।

আরও পড়ুন: জিততে মরিয়া বাংলাদেশের অভিনব ফিল্ডিং অনুশীলন, দেখুন সেই ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE