Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Cricket

ধোনির বকুনি খেয়ে অনেক কিছু শিখেছেন চাহার

২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন দীপক। পাওয়ার প্লেতে তিনি হয়ে ওঠেন ধোনির অস্ত্র।

ধোনির কাছ থেকে চাহার পেয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। — ফাইল চিত্র।

ধোনির কাছ থেকে চাহার পেয়েছেন গুরুত্বপূর্ণ পরামর্শ। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ১৯:৩৭
Share: Save:

তাঁর নায়ক হয়ে ওঠার নেপথ্যে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এ এক দলে খেলার সুবাদে বহুবার ধোনির বকুনি বহুবার হজম করতে হয়েছে তাঁকে। সেগুলো থেকেই শিক্ষা নিয়েছেন দীপক চাহার।

২০১৮ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দেন দীপক। পাওয়ার প্লেতে তিনি হয়ে ওঠেন ধোনির অস্ত্র। নাগপুরের নায়ক বলছেন, ‘‘মাহি ভাই আমাকে বহুবার বকাবকি করেছে। সেই সব ঘটনা থেকে আমি শিক্ষা নিয়েছি।’’

নাগপুরে ভারত অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের বিভিন্ন সময়ে তাঁকে বল করতে ডেকেছিলেন। অধিনায়কের আস্থার মর্যাদা দেন চাহার। ডেথ ওভারেও যে তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, সেটা দেখা গিয়েছে শেষ টি টোয়েন্টি ম্যাচে। চাহার বলছেন, ‘‘ডেথ ওভারে বল করা মোটেও সহজ ব্যাপার নয়। শেষের ওভারগুলোয় কীভাবে বল করতে হবে, তা আমি শিখেছি ধোনি ভাইয়ের কাছ থেকেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময়ে সেই শিক্ষাই এখন আমাকে সাহায্য করছে।’’

আরও পড়ুন: জিততে মরিয়া বাংলাদেশের অভিনব ফিল্ডিং অনুশীলন, দেখুন সেই ভিডিয়ো

উইকেটের পিছনে দাঁড়িয়ে বোলারদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন ধোনি। যুজবেন্দ্র চহাল-কুলদীপ যাদব বহুবার এ কথা জানিয়েছেন। উইকেটের পিছন থেকে চাহারও বহুবার পরামর্শ পেয়েছেন ধোনির কাছ থেকে। চাহার বলছেন, ‘‘উইকেটের পিছন থেকে ধোনি সব সময়ে নজর রাখে। বল করার আগে আমাকে বহুবার পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ মেনে চলায় আমি উইকেটও পেয়েছি। এরকম একবার-দু’বার হয়নি। একাধিকবার ঘটেছে।’’

আরও পড়ুন: মানসিক সমস্যায় আমিও জেরবার ছিলাম, ম্যাক্সওয়েলকে সমর্থন করে বললেন কোহালি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Deepak Chahar MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE