Advertisement
০৩ মে ২০২৪

চোট পেয়ে দু’দিন কান্না নেমারের

প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) প্রধান ভরসা নেমার এই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘প্রথম বার নিজের দোষেই চোট পেয়েছিলাম। তবু নিজেকে বলেছিলাম, দ্রুত অস্ত্রোপচার করিয়ে সমস্যার সমাধান করে ফেলতে হবে। সে ভাবে মন খারাপও হয়নি।’’

যন্ত্রণা: ফের ক্রাচে। চোট পিছু ছাড়ছে না নেমারের। ফাইল চিত্র

যন্ত্রণা: ফের ক্রাচে। চোট পিছু ছাড়ছে না নেমারের। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:৫৬
Share: Save:

দ্বিতীয় বার পায়ে চোট পাওয়ায় এতটাই ভেঙে পড়েছিলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র যে দু’দিন ধরে তিনি কেঁদেছিলেন। ব্রাজিলীয় তারকা পুরনো চোটের জায়গায় নতুন করে আঘাত পান জানুয়ারি মাসে। এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নেমার জানিয়েছেন, এ বারের সমস্যা নাকি আরও জটিল।

প্যারিস সাঁ জারমাঁর (পিএসজি) প্রধান ভরসা নেমার এই সাক্ষাৎকারে বলেছেন, ‘‘প্রথম বার নিজের দোষেই চোট পেয়েছিলাম। তবু নিজেকে বলেছিলাম, দ্রুত অস্ত্রোপচার করিয়ে সমস্যার সমাধান করে ফেলতে হবে। সে ভাবে মন খারাপও হয়নি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘কিন্তু নতুন করে আবার একই জায়গায় চোট পেয়ে সত্যিই ভেঙে পড়েছিলাম। এই ধাক্কাটা আমার পক্ষে সামলানো কঠিন ছিল। বাড়িতে বসে দু’দিন ধরে আমি কেঁদেছিলাম।’’

স্থাসবু-র বিরুদ্ধে ফরাসি কাপে পিএসজি-র ম্যাচে নেমার পায়ের একই জায়গায় নতুন করে চোট পান। সেটা গত মাসের ২৩ তারিখ। মেডিক্যাল পরীক্ষার পরে জানা যায়, অন্তত দশ সপ্তাহ তিনি মাঠে নামতে পারবেন না। পিএসজি আশা করছে, এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে তিনি খেলতে পারবেন। ক্লাবের মেডিক্যাল কর্মীরা এ বার অস্ত্রোপচার না করেই চিকিৎসার পক্ষপাতী। সেই মতো চিকিৎসাও চলছে।

এ দিকে, নেমারের পিএসজি ছেড়ে আবার লা লিগার ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, তিনি বার্সেলোনায় ফিরতে পারেন। অন্য সূত্র বলছে, রিয়াল মাদ্রিদ এই দৌড়ে এগিয়ে আছে। নেমারের বাবা সম্প্রতি বলেছেন, ‘‘আপাতদৃষ্টিতে দেখলে মনে হতে পারে আমার ছেলের বর্তমান আর ভবিষ্যৎ প্যারিসেই। কিন্তু ফুটবলে ভবিষ্যৎ নিয়ে কিছু বলা কঠিন। যে কোনও মুহূর্তে ছবিটা বদলে যেতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Neymar Injury PSG
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE