Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ড্র ম্যাচে নেমারের চোটে নতুন উদ্বেগ

চোট পেয়ে রিজার্ভ বেঞ্চে খানিকক্ষণ বসে থেকে মাঠ ছাড়ার সময় নেমার অবশ্য স্বাভাবিক ভাবে হেঁটেছেন। ভক্তদের তিনি জার্সিও উপহার দিয়ে যান।

বিষণ্ণতা: নেমারকে সান্ত্বনা কোচ তিতের। রবিবার। গেটি ইমেজেস

বিষণ্ণতা: নেমারকে সান্ত্বনা কোচ তিতের। রবিবার। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ০২:০৭
Share: Save:

আবার চোট পেলেন নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। এ বার সিঙ্গাপুরে নাইজিরিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলিতে। যে খেলার ফল ১-১। ৩৫ মিনিটে নাইজিরায়ার জোয়ে আরিবো ১-০ করেন। ৪৮ মিনিটে গোল শোধ করেন কাসেমিরো। এই নিয়ে টানা চার ম্যাচ ড্র করল ব্রাজিল। তবে ম্যাচের ফল নয়, ফুটবল মহল উদ্বিগ্ন নেমারের নতুন চোট নিয়ে। খেলার ১২ মিনিটে ২৭ বছর বয়সি ব্রাজিলীয় তারকা বাঁ ঊরুতে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তাঁর জায়গায় মাঠে নামেন ফিলিপে কুতিনহো।

চোট পেয়ে রিজার্ভ বেঞ্চে খানিকক্ষণ বসে থেকে মাঠ ছাড়ার সময় নেমার অবশ্য স্বাভাবিক ভাবে হেঁটেছেন। ভক্তদের তিনি জার্সিও উপহার দিয়ে যান। প্রসঙ্গত ব্রাজিলীয় তারকা চোটের জন্য কোপা আমেরিকায় খেলতে পারেননি। তখন তাঁর ডান পায়ে গোড়ালিতে লেগেছিল। প্রায় দু’মাস পরে তিনি স্বমহিমায় মাঠে ফেরেন। গত দু’বছর ধরেই চোট বারবার ভুগিয়েছে নেমারকে। প্যারিস সাঁ জারমাঁর হয়ে খেলার সময়ও তাঁর ডান পায়ে লাগে। সে বার তিনি তিন মাস মাঠের বাইরে ছিলেন এবং চোট পেয়েছিলেন রাশিয়া বিশ্বকাপের আগেও।

রবিবার সিঙ্গাপুরে নেমার গোল করতে পারলে তাঁর সামনে বড় রোনাল্ডোর ব্রাজিলের হয়ে সব চেয়ে বেশি গোল করার নজিরকে স্পর্শ করার বা ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল। দেশের হয়ে নেমার গোল করেছেন ৬১টি। বড় রোনাল্ডো ৬২টি। ব্রাজিল বনাম নাইজিরিয়ার এই ম্যাচে খুবই ভাল ফুটবল দেখার সুযোগ পেলেন দর্শকরা। ৩৫ মিনিটে মারকুইহোসের গা-আলগা ভাবের সুযোগ নিয়ে গোল করে যান নাইজিরিয়ার আরিবো। দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কাসেমিরো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football FIFA Friendly Neymar Brazil Nigeria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE