তাঁর পার্টি ঘিরে বিতর্ক থেকে পুলিশি তদন্ত পর্যন্ত শুরু হয়েছে। কিন্তু নতুন বছরের শুরুতে ভিডিও পোস্ট করে চমকে দিলেন নেমার। তাঁকে ঘিরে ওঠা যাবতীয় গুজব হেসে উড়িয়ে দিলেন। ভিডিওয় দেখা গিয়েছে, তিনি পরিবারের সঙ্গেই নতুন বছরের পার্টি করেছেন।
সেলিব্রিটি ও বাকিদের মিলিয়ে প্রায় ৫০০ জনকে নিয়ে সেই পার্টি আয়োজন করার খবর শুনে ব্রাজিল-সহ গোটা বিশ্বে নেমারের নামে সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু সেটা যে গুজবই, এ দিন তাঁর ভিডিওতে স্পষ্ট।
নতুন বছর শুরু হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নেমার। সেখানে একটি ডিনার টেবিলের ছবি দেখা গিয়েছে, যা ফুল দিয়ে সাজানো। আনুমানিক ৪০ জন অতিথি ছিলেন।