লিয়ঁর কাছে ০-১ ব্যবধানে হারল প্যারিস সঁ জঁ। তবে হারার থেকেও বড় ক্ষতি হল পিএসজি-র। নেমারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল।
খেলা শেষ হওয়ার কিছু আগে পিএসজি তারকাকে কড়া ট্যাকল করে বসেন থিয়াগো মেন্দেজ। যন্ত্রণাকাতর নেমারকে স্ট্রেচার করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। কতদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, চোট কতটা গুরুতর, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। তাঁর চোট কেমন, তা দু-একদিনের মধ্যেই জানতে পারা যাবে।
খেলার ৩৫ মিনিটে লিয়ঁকে এগিয়ে দেন টিনো কাদেওয়ের। সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিসএসজি। খেলার শেষের দিকে চাপ বাড়ান নেমাররা। সংযুক্তি সময়ের সাত মিনিটে নেমারকে কড়া ট্যাকল করেন মেন্দেজ। প্রাথমিক চিকিৎসার পরেও নেমারকে মাঠে নামানো সম্ভব হয়নি। তাঁর পরিবর্তও নামাতে পারেনি পিএসজি। কারণ তাঁর আগেই সব পরিবর্ত করে ফেলেছিল পিএসজি।
বার্সেলোনার জয়
জ্বলে উঠলেন মেসি। গোল করলেন। বার্সেলোনাও জিতল। লা লিগায় কাদিজের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্তাসের কাছেও হারতে হয়েছিল বার্সেলোনাকে। ক্রমাগত এই হারের ফলে চাপ বাড়ছিল বার্সার উপরে। সেই অনন্ত চাপ থেকে দলকে উদ্ধার করলেন মেসি। লিভান্তের বিরুদ্ধে খেলার ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন এলএম ১০।
এই ম্যাচ জেতার ফলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট বার্সেলোনার। এই ম্যাচে গোল করার ফলে বার্সার ১০ নম্বর হিসেবে মেসির গোলসংখ্যা এখন ৬০০।