বিশ্বকাপ কোয়ালিফায়ার্স
উরুগুয়ে ০ • ব্রাজিল ২
পেরু ০ • আর্জেন্টিনা ২
নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে ছাড়াই জয়ের ধারা অব্যাহত রাখল ব্রাজিল। অ্যাওয়ে ম্যাচে লুইস সুয়ারেসহীন উরুগুয়েকে ২-০ হারাল তারা। গোল করলেন আর্থার মেলো ও হিসার্লিসন। ম্যাচে লাল কার্ড দেখলেন এদিনসন কাভানি। পাশাপাশি ২-০ ফলে পেরুরু বিরুদ্ধে জিতেছে আর্জেন্টিনাও। লিয়োনেল মেসি অবশ্য গোল পাননি। আর্জেন্টিনা জয়ের সরণিতে ফিরেছে নিকোলাস গঞ্জালেস ও লাউতারো মার্তিনেসের গোলে। দলের খেলায় খুশি মেসি বলেছেন, “শুরু থেকেই আর্জেন্টিনা অসাধারণ ফুটবল খেলেছে। আমরা গোলের সুযোগ হাতছাড়া হতে দিইনি।” বুধবার অন্য ম্যাচে কলম্বিয়াকে ৬-১ গোলে হারিয়ে চমকে দিয়েছে ইকুয়েডর।