Advertisement
০৩ মে ২০২৪

লিগের উত্তেজনা রাখতে ঝুলে থাকল সিদ্ধান্ত

ডার্বির তিন পয়েন্ট কি ইস্টবেঙ্গল পাবে? মোহনবাগানের কি অতিরিক্ত দুই পয়েন্ট কাটা যাবে? মহমেডান ম্যাচ খেলতে নামার আগেই কি সাত বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করে ফেলবেন ডু ডংরা?

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪০
Share: Save:

ডার্বির তিন পয়েন্ট কি ইস্টবেঙ্গল পাবে?

মোহনবাগানের কি অতিরিক্ত দুই পয়েন্ট কাটা যাবে?

মহমেডান ম্যাচ খেলতে নামার আগেই কি সাত বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড করে ফেলবেন ডু ডংরা?

এ রকম অনেক প্রশ্নই গত ক’দিন ধরে শোনা যাচ্ছিল ময়দানে। যার উত্তর পাওয়ার কথা ছিল বুধবার আইএফএ-র লিগ সাব কমিটির সভায়। মোহনবাগান ডার্বি না খেলায় ওয়াকওভার পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এমনকী বাগান কর্তাদের তরফ থেকে লিখিত ভাবে জানানো হয়নি যে তারা ম্যাচ খেলবে না। কলকাতা লিগের নিয়মে, এ ক্ষেত্রে লাল-হলুদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা। আর নিয়মানুযায়ী মোহনবাগানের অতিরিক্ত দু’ পয়েন্ট কাটা যাবে। হাতের কাছে নিয়মের বই নিয়েও কিন্তু এ দিন কোনও সিদ্ধান্তই নিতে পারল না রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। জটিল কোনও বিষয় ছিল না। তবু কেন ডার্বি নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে গেল ২০ সেপ্টেম্বর পর্যন্ত?

এর পিছনে অবশ্য দু’টি কারণ শোনা যাচ্ছে— ১) চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেলে মিনি ডার্বি খেলতে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যেত ইস্টবেঙ্গল। এতে লিগের আকর্ষণ অনেকটাই থাকত না। ২) মোহনবাগানের অতিরিক্ত দু’পয়েন্ট কাটা হলে সবুজ-মেরুন কর্তারা নতুন করে ঝামেলা পাকাতে পারেন। পরের দু’টি ম্যাচও হয়তো তাঁরা বয়কট করার সিদ্ধান্ত নিতে পারেন এই আশঙ্কা আছে আইএফএ-র অন্দরেই। তাই সিদ্ধান্ত নেওয়া হল, সব ঝামেলা এড়াতে দুই প্রধানের সব ম্যাচ শেষ হওয়ার পরই লিগ সাব কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, ‘‘আমরা রেফারি এবং ম্যাচ কমিশনারের চিঠি দেখেছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ২০ সেপ্টেম্বর নেব।’’ এর সঙ্গেই তিনি যোগ করলেন, ‘‘ডার্বি সংক্রান্ত ইস্যুতে মোহনবাগান কর্তারা আইএফএ সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করেছিলেন। সংবাদপত্র এবং টিভিতে ওঁরা যা যা বলেছেন সব সংগ্রহ করা হবে। সব দেখে বুঝে আমরা সিদ্ধান্ত নেব। তাই ডার্বি নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হল।’’ উৎপলবাবুদের হাস্যকর সিদ্ধান্তে পরিষ্কার, ইস্টবেঙ্গল লিগ চ্যাম্পিয়ন হয়ে গেলে পয়েন্ট কাটা না কাটার ব্যাপারটি গৌণ হয়ে যাবে।

এই আবহেই আজ বৃহস্পতিবার মোহনবাগান-টালিগঞ্জ রিপ্লে ম্যাচ খেলতে নামছে। যে বিতর্কিত ম্যাচকে কেন্দ্র করেই যাবতীয় ঝামেলার সূত্রপাত। যার জেরে ডার্বি খেলেনি বাগান। টালিগঞ্জ অবশ্য প্রথম দিকে রিপ্লে ম্যাচ খেলতে রাজি ছিল না। আইএফএ-কে চিঠি দিয়ে তা জানিয়েও দিয়েছিলেন টালি কর্তারা। শেষ পর্যন্ত রাজ্য ফুটবল সংস্থার চাপেই রিপ্লে ম্যাচ খেলতে রাজি হয় টালিগঞ্জ। তবে তারা নিরপেক্ষ মাঠে ম্যাচটি করার দাবি তুলে আরও একটি চিঠি দিয়েছিল। যে দাবিও খারিজ করে দেয় আই এফ এ। শেষ পর্যন্ত টালিগঞ্জ অগ্রগামী নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে রাজ্য ফুটবল সংস্থার কর্তাদের। এ দিন আইএফএ সচিব বললেন, ‘‘মোহনবাগান মাঠে পর্যাপ্ত পুলিশ থাকবে। সমস্যা হওয়ার কথা নয়।’’

মোহনবাগান ফুটবলাররা অবশ্য টালিগঞ্জকে হারানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন। যদিও রাজু গায়কোয়াড়, প্রবীর দাস, সঞ্জয় বালমুচুরা আইএসএল শিবিরে যোগ দেওয়ায় তাঁদের পাবেন না শঙ্করলাল চক্রবর্তী। তিনি বুধবার সকালে প্র্যাকটিসের পর বলেন, ‘‘টালিগঞ্জ ম্যাচে আগে যা হয়েছে সেটা আমরা মনে রাখতে চাই না। নতুন ম্যাচ হিসেবেই টালিগঞ্জের বিরুদ্ধে আমার ফুটবলাররা নামবে। নিজেদের প্রমাণ করার তাগিদেই বাকি দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পাওয়ার জন্য খেলব আমরা।’’

তবে আজ কল্যাণীতে ইস্টবেঙ্গল যদি মহমেডানকে হারিয়ে দেয়, সে ক্ষেত্রে বাগানের বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার হয়ে যাবে। মজার ব্যাপার হল, টালিগঞ্জের বিরুদ্ধে ড্যারেল ডাফি, ড্যানিয়েল বিদেমিরা খেলতে নামার আগেই মিনি ডার্বির ফলাফল জেনে যাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CFL'16 Derby Point list Eastbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE