স্পেনের আলেজান্দ্রো দাভিদোভিচ ফকিনাকে স্ট্রেট সেটে হারিয়ে ইটালীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জোকোভিচ। শেষ আটে গেলেন স্পেনের রাফায়েল নাদালও। এই দুই ম্যাচে খেলা দেখলেন দর্শকেরাও।
এই প্রতিযোগিতায় পাঁচ বারের বিজয়ী নোভাক ৭০ মিনিটেই ৬-২, ৬-১ ফলে খেলা শেষ করে দেন বিশ্বের ৪৮ নম্বর আলেজান্দ্রোর বিরুদ্ধে। করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত নিয়মবিধি শিথিল হওয়ায় এই ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলেন স্টেডিয়ামের আসন সংখ্যার ২৫ শতাংশ দর্শক। তাঁরাও উপভোগ করলেন এই দ্বৈরথ।
ম্যাচের পরে ৩৩ বছর বয়সি জোকোভিচ বলেন, ‘‘এটা একটা দুর্দান্ত ব্যাপার হল। এই দর্শকদের অভাব এতদিন বোধ করছিলাম।’’ শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ স্তেফানোস চিচিপাস। উল্লেখ্য, গত বছর ফরাসি ওপেনের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিলেন এই দু’জন। যে ম্যাচে জিতেছিলেন নোভাক। প্রতিযোগিতার পঞ্চম বাছাই চিচিপাস এক ঘণ্টা ছত্রিশ মিনিটের মধ্যে ৭-৬, ৬-২ ফলে জয় তুলে নেন মাতেও বেরেত্তিনির বিরুদ্ধে। ম্যাচ জিতে খুশি জোকোভিচ বলছেন, ‘‘রোমে এলে মনে হয়, নিজের ঘরেই ফিরে এসেছি।’’ ক্লে কোর্টের এই প্রতিযোগিতায় ১৫ বারই কোয়ার্টার ফাইনালে গিয়েছেন জোকোভিচ। তাঁর কথায়, ‘‘এখানে মানুষের দুর্দান্ত ভালবাসা পাই। কেবল কোর্টের ভিতরে নয়। আয়োজক, গাড়ির চালক, হোটেলের কর্মী সবাই আপন করে নেন। হয়তো এর একটা কারণ হতে পারে, আমি ইটালীয় ভাষা বলতে পারি। আমি ইটালিকে ভালবাসি।’’ যোগ করেছেন, ‘‘প্রতি বছর এই ভালবাসার বন্ধন বেড়ে আরও পোক্ত হয়ে যায়। আশা করছি, এর পরের ম্যাচে আরও ভালবাসা পাব। যা আমাকে প্রতিযোগিতায় এগোতে সাহায্য করবে।’’