Advertisement
E-Paper

কিরিয়সের তোপ, দোষ চাপাবেন না

তাঁর আয়োজিত প্রতিযোগিতা থেকে করোনা ছড়িয়ে পড়ার পরে আন্তর্জাতিক টেনিস দুনিয়ায় ক্রমশ বন্ধু হারাতে শুরু করেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জোকোভিচ। 

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ০৪:১৮
চর্চায়: চলতি মাসে বেলগ্রেডে একটি অনুষ্ঠানে বাস্কেটবলার নিকোলা জোভিচ ও নোভাক জোকোভিচ। করোনা আক্রান্ত হয়েছেন নিকোলাও। টুইটার

চর্চায়: চলতি মাসে বেলগ্রেডে একটি অনুষ্ঠানে বাস্কেটবলার নিকোলা জোভিচ ও নোভাক জোকোভিচ। করোনা আক্রান্ত হয়েছেন নিকোলাও। টুইটার

নোভাক জোকোভিচের আয়োজন করা প্রীতি টেনিস প্রতিযোগিতা নিয়ে কাজিয়া ক্রমশ বাড়ছে। সার্বিয়ার বেলগ্রেড এবং ক্রোয়েশিয়ার জাদারে খেলতে নেমে অনেকেই করোনা সংক্রমিত হয়েছেন।

জোকোভিচের বাবা শর্জান বুধবার আঙুল তুলেছিলেন গ্রিগর দিমিত্রভের দিকে। পুত্রকে আড়াল করে তিনি বলতে থাকেন, ‘‘কোথা থেকে এই সংক্রমণ এল?’’ দিমিত্রভকে আক্রমণ করে বলেন, ‘‘এক জন এই রোগ নিয়ে খেলতে চলে এল। কোথা থেকে সে এসেছে, কেউ জানে না।’’ তা নিয়ে এ দিন পাল্টা বক্তব্য রেখেছেন অস্ট্রেলিয়ার বিতর্কিত টেনিস তারকা নিক কিরিয়স। শুরু থেকেই জোকোভিচের এই প্রতিযোগিতার সমালোচনা করেছেন কিরিয়স। এ দিন যোগ করেছেন, ‘‘এ ভাবে দায় এড়ানোটা একদম ঠিক নয়। অন্যের ঘাড়ে দোষ চাপানো উচিত নয়।’’

তাঁর আয়োজিত প্রতিযোগিতা থেকে করোনা ছড়িয়ে পড়ার পরে আন্তর্জাতিক টেনিস দুনিয়ায় ক্রমশ বন্ধু হারাতে শুরু করেছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জোকোভিচ। এমনকি দাবি উঠেছে, এটিপি খেলোয়াড় পরিষদের প্রেসিডেন্ট পদ থেকে তিনি ইস্তফা দিন। বিশ্বের ৩৫ নম্বর খেলোয়াড় গিদো পেয়া জোকোভিচের প্রবল সমালোচনা করে বলেছেন, ‘‘সীমা অতিক্রম করে গিয়েছিল ও। বহু মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করল নেভাক। গোটা বিশ্ব ও টেনিস প্রশাসনকে অসম্মান জানিয়েই এই পদক্ষেপ।’’

বুলগেরিয়ার খেলোয়াড় দিমিত্রভের এজেন্ট বলেছেন, ‘‘তিন মাস নিভৃতবাস পালন করার পরে গ্রিগর সরাসরি এসেছিল বেলগ্রেডে। সেখানে কিংবা জাদার (যেখানে প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব হয়েছিল) কোথাও করোনাভাইরাস পরীক্ষার প্রয়োজন হয়নি। গ্রিগরকে কেউ পরীক্ষা করাতেও বলেনি। আয়োজকেরাই এর জন্য দায়ী।’’ শুধু বাবা নন, জোকোভিচের মা ডিয়ানারও প্রতিক্রিয়া, ‘‘যা লেখা বা বলা হচ্ছে, তা অতি ভয়ঙ্কর। তবে আমরা এর সঙ্গে অভ্যস্ত।’’

জোকোভিচের আয়োজিত এই প্রীতি প্রতিযোগিতায় করোনার সময়ে তৈরি হওয়া নিষেধাজ্ঞা কিছুই মানা হয়নি। শারীরিক দূরত্ব বজায় না রেখে খেলোয়াড়েরা নৈশ পার্টি করেছেন, বাস্কেটবল খেলেছেন। যার কোনও প্রয়োজনই ছিল না বলে বিতর্ক আরও বেড়েছে। আয়োজক ও খেলোয়াড়দের এই আচরণেরও সমালোচনা করেছেন উইম্বলডনের প্রধান রিচার্ড লিউইস। জুলাই মাসে দায়িত্ব থেকে সরবেন তিনি। এ দিন ব্রিটিশ সংবাদমাধ্যমে লিউইস বলেন, ‘‘ছবিতে যা দেখলাম, তা হতাশাজনক। শুধু খেলোয়াড় নন, আয়োজক, দর্শক, প্রশাসক কেউ নিয়ম মানেননি। এটা সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয়। আশা রাখি, আক্রান্তেরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’ রজার ফেডেরার ও অ্যান্ডি মারের প্রাক্তন কোচ পল আনাকোন বলেছেন, ‘‘মহৎ উদ্দেশ্য নিয়ে জোকোভিচ এগোলেও, শেষটা ভাল হয়নি।’’

দুঃখপ্রকাশ করেছেন সেই প্রতিযোগিতায় অংশ নেওয়া দোমিনিক থিম। বিশ্বের তিন নম্বর এই খেলোয়াড় ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘আমাদের আচরণ ভুল ছিল। আমরা একটু বেশি পাগলামিই করে ফেলেছিলাম। আমি দুঃখিত।’’

Coronavirus Health Novak Djokovic Tennis Covid-19
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy