অধিনায়ক হিসেবে পুণেয় কেরিয়ারের ৫০তম টেস্ট খেললেন বিরাট কোহালি। সেই টেস্টে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি। যা তাঁর টেস্ট কেরিয়ারের সর্বোচ্চ রান।
সেই ইনিংসের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)-র টেস্ট ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে থাকা স্টিভ স্মিথের থেকে মাত্র এক পয়েন্ট পিছনে রয়েছেন তিনি। ফের ৯০০ পয়েন্টের উপরে উঠে এসেছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির পর তিনিই দ্বিতীয় ভারতীয় অধিনায়ক, যিনি ৫০ টেস্টে নেতৃত্ব দিলেন দলকে। পুণেয় ঘরের মাঠে ১১ সিরিজ জেতারও রেকর্ড গড়লেন তিনি। সেই টেস্টের সেরাও হয়েছেন বিরাট।
অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রীতিমতো ধারাবাহিক থেকেছেন বিরাট। তাঁর নেতৃত্বে টেস্টে দলের মোট রানের ১৮.৬৭ শতাংশ এসেছে তাঁর ব্যাট থেকেই। ৫০ টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে যা সর্বাধিক।