Advertisement
০৩ মে ২০২৪
Sports News

১০ বলেই বাজিমাত, রান তাড়ায় দ্রুততম জয় মালয়েশিয়ার

টস জিতে প্রথমে মায়ানমারকে ব্যাট করতে পাঠিয়েছিল মালয়েশিয়া। ১০.১ ওভার খেলে মাত্র ৯ রানই করতে পারে মায়ানমার। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখনও মায়ানমারের হাতে ছিল দু’উইকেট।

মালয়েশিয়া ক্রিকেট দল।

মালয়েশিয়া ক্রিকেট দল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১৬:২২
Share: Save:

এই মুহূর্তে আইসিসি ওয়ার্ল্ড টি২০ এশিয়ার যোগ্যতা নির্ণায়ক পর্ব চলছে। সেখানেই প্রতি দিন অদ্ভুত সব রেকর্ড হচ্ছে। কখনও কম রানের রেকর্ড তো কখনও কম সময়ে রান তাড়া করে জয়ের রেকর্ড। যেমনটা হল মালয়েশিয়া-মায়ানমার ম্যাচে। মাত্র ১০ বল খেলে জয়ের রান তুলে নিল মালয়েশিয়া।

টস জিতে প্রথমে মায়ানমারকে ব্যাট করতে পাঠিয়েছিল মালয়েশিয়া। ১০.১ ওভার খেলে মাত্র ৯ রানই করতে পারে মায়ানমার। বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখনও মায়ানমারের হাতে ছিল দু’উইকেট। ডি/এল মেথডে ওভার কমে দাঁড়ায় ৮। কিন্তু অত দূর যেতেই হয়নি মালয়েশিয়াকে।

মায়ানমারের ব্যাক্তিগত সর্বোচ্চ রান ৩। ব্যাট থেকে রান এসেছে তিন জনের। খাতাই খুলতে পারেননি ৭ জন ব্যাটসম্যান। মালয়েশিয়ার হয়ে ৫টি উইকেট নেন পবনদীপ সিংহ। ২ উইকেট আনোয়ার রহমানের। জবাবে ১০ রানের লক্ষ্যে নেমেও ২ উইকেট হারাতে হয় মালয়েশিয়াকে। দুই ওপেনার কোনও রান না করে ফিরে যাওয়ার পর তিন ও চার নম্বরে নেমে ১.৪ ওভারে ১১ রান তুলে নেয় সুহান (৭) ও মুনিয়ান্ডি (৪)।

আরও পড়ুন
হায়দরাবাদে কোন পাক লেজেন্ডকে স্পর্শ করতে পারেন বিরাট কোহালি?

৮ উইকেটে জিতে কোয়ার্টার ফাইনালের রাস্তা খোলা থাকল মালয়েশিয়ার। মালয়েশিয়ার অধিনায়ক আহমেদ ফৈয়াজ মহম্মদ নুর বলেন, ‘‘আমাদের ইচ্ছে ছিল প্রথম ওভারেই ম্যাচ শেষ করে দেওয়ার, কিন্তু মাঠ ভেজা ছিল। তাই চারটে বল অতিরিক্ত লাগল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer ICC T20 World Qualifier Asia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE