Advertisement
০৩ মে ২০২৪

গতি বদলেই সফল ম্যাচের সেরা চহাল

যুজবেন্দ্র চহালের বোলিং দেখে টুইটারে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণরাও।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিষ্পত্তির ম্যাচে ৪২ রানে ছয় উইকেট নিলেন যুজবেন্দ্র চহাল। ছবি: রয়টার্স।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিষ্পত্তির ম্যাচে ৪২ রানে ছয় উইকেট নিলেন যুজবেন্দ্র চহাল। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ০৪:৩২
Share: Save:

যে দিন সব চেয়ে প্রয়োজন ছিল বল হাতে তাঁর জ্বলে ওঠার, সে দিনই আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সেরা পরিসংখ্যান নিয়ে মাঠ ছাড়লেন যুজবেন্দ্র চহাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ নিষ্পত্তির ম্যাচে ৪২ রানে ছয় উইকেট নিলেন ভারতীয় লেগস্পিনার। ভারতীয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে ফর্ম্যাটে এটাই সব চেয়ে ভাল পরিসংখ্যান। যে বোলিং দেখে টুইটারে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর, ভি ভি এস লক্ষ্মণরাও।

সিরিজ জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে চহাল বললেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাঠে এটা আমার প্রথম ম্যাচ। সেখানে নিজের ছন্দে বল করে সাফল্য পেলাম। অসাধারণ লাগছে।’’ কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতেও কী ভাবে সাফল্য পেলেন এক ভারতীয় স্পিনার? চহালের উত্তর, ‘‘উইকেট থেকে কিছুটা সাহায্য পেয়েছি। বল হাল্কা ঘুরছিল। তা ছাড়া আমি মন্থর বোলিং করার পরিকল্পনা নিয়েই নেমেছিলাম। মাঝেমধ্যে গতি বদলে সমস্যা তৈরি করেছি।’’

তবে এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছেন না চহাল। তাঁর পাখির চোখ আগামী নিউজিল্যান্ড সফর। ‘‘সামনে বিশ্বকাপ আছে ঠিকই। তার আগে নিউজিল্যান্ড সফরকেই পাখির চোখ করে এগোচ্ছি,’’ বক্তব্য ভারতীয় লেগস্পিনারের। চহালের কাছে এই সাফল্য আরও তাৎপর্যের, কারণ প্রথম বার তাঁর ম্যাচ দেখতে এসেছিলেন তাঁর বোন। চহাল বলেছেন, ‘‘প্রথম বার মাঠে এসেছে বোন। তাই আরও অনুপ্রাণিত হয়েছি। ভাল করতে পেরে আমি আপ্লুত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Yuzvendra Chahal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE